রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) ভাগ্য এখন তুঙ্গে। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন বানানোর পর, তিনি পাঞ্জাব কিংসকেও তাদের প্রথম ফাইনাল জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি অধরা রয়ে গেল।
মেয়েদের মধ্যে শ্রেয়াস আইয়ারের ক্রেজ
মাল্টি-ট্যালেন্টেড শ্রেয়াস আইয়ার যতটা ভাল ক্রিকেটার, ততটাই ভাল নাচেন এবং জাদুকরও বটে। সম্ভবত এ কারণেই মেয়েদের মধ্যে তার দারুণ জনপ্রিয়তা। অনেক মেয়েরই তিনি ড্রিম বয়। তবে এবার এই তালিকায় যুক্ত হয়েছে একটি বিশেষ নাম।
শ্রেয়স আইয়ারের নাম উঠে এসেছে বিগ বস খ্যাত এক অভিনেত্রীর সাথে।
এই অভিনেত্রীও শ্রেয়াস আইয়ারের প্রেমে পাগল হয়ে পড়েছিলেন। এমনকি তাকে বিয়ে করতে চান বলেই জানিয়েছেন তিনি। পাঞ্জাব কিংসের (PBKS) অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) প্রেমে পড়া অভিনেত্রীর নাম হলো এডিন রোজ। এডিন রোজও বিগ বস ১৮-এর একজন প্রতিযোগী। এডিন রোজ এক সাক্ষাৎকারে শ্রেয়সকে বিয়ে করার কথাও বলেছেন।
বলিউডের সাথে সেভাবে যুক্ত নন এডিন। তবে তাকে বিভিন্ন অনুষ্ঠানে বা ছোট পর্দায় দেখতে পাওয়া গিয়েছে। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি শ্রেয়াসের প্রেমে পাগল এবং তাকে এতটাই ভালোবাসেন যে তাকেই নাকি বিয়ে করতে চান এবং শ্রেয়াসকে তিনি স্বামী হিসেবে বিবেচনা করে নেন।
https://www.kolkatasaradin.com/single-post.php?news_id=1711&title=Bikini-Bombshell-#google_vignette
‘আমি শ্রেয়াসের দুই সন্তানের মা’
এই বিশেষ নামটি হল, এডিন রোজ। হ্যাঁ, সেই এডিন রোজ (Edin Rose) যিনি বিগ বস ১৮ সিজনে তাঁর সৌন্দর্য ও স্টাইল দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। এডিন সম্প্রতি জানিয়েছেন, শ্রেয়াস আইয়ারই তাঁর স্বপ্নের রাজপুত্র। এমনকি তাঁর মতে, তিনি মনে মনে শ্রেয়াসকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন এবং নিজেকে তাঁর দুই সন্তানের মা বলেও ভাবেন!

এডিন রোজ শ্রেয়স আইয়ারের প্রতি এতটাই পাগল যে তিনি নিজেকে শ্রেয়স আইয়ারের দুই সন্তানের মা বলে মনে করেন। এডিন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন।
ইনস্টাগ্রামে এডিন রোজের দশ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। সাক্ষাৎকারে রোজকে তাঁর হাজব্যান্ড ম্যাটেরিয়াল কেমন হওয়া উচিত সেটা জিজ্ঞাসা করা হয়। তার উত্তরে এডিন বলেন, “শ্রেয়স আইয়ারের মতন। শ্রেয়স আমার ক্রাশ। তিনি খুব সুদর্শন, তাঁর উচ্চতাটাও বেশ। ওর শ্যামলা বর্ণ ও দাঁড়ির স্টাইল আমি খুব পছন্দ করি।”

শ্রেয়াসকে প্রশংসা করে তিনি আরও বলেন যে, “শ্রেয়সের ফিগারটা বেশ ভালো, ও বেশ পেশীবহুল। উনি আমাদের ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং তিনি একজন দক্ষিণ ভারতীয় যেটা আমার বেশ পছন্দের।”
শ্রেয়াসকে স্বামীর তকমা লাগিয়ে এডিন বলেন, “শ্রেয়স আমার জন্য উপযুক্ত। স্বামী হতে গেলে যে সকল গুনাবলী লাগে সব ওর মধ্যে আছে। আমি তো স্বপ্নে ভাবি ওর সাথে আমার বিয়ে হয়েছে এবং আমাদের দুটি সন্তান আছে। জানি এগুলো সিনেমার মতন শুনতে লাগছে। তবুও আমি তাকে পছন্দ করি।”

কে এই এডিন রোজ?
'ফিল্মিজ্ঞান'-এ দেওয়া এক সাক্ষাৎকারে এডিন রোজ বলেন, তিনি শ্রেয়াস আইয়ারের প্রেমে পাগল। এমনকি তাঁকে বিয়ে করতেও চান। দুবাইয়ে জন্ম ও বেড়ে ওঠা এডিন শুরু থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন, সেই কারণেই তিনি ভারতে চলে আসেন।
আইটেম নম্বর দিয়ে শুরু
তিন বছর স্ট্রাগলের পর ২০২৩ সালে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সুপারস্টার রবি তেজার সঙ্গে ‘রাবণাসুরা’ ছবিতে একটি আইটেম ডান্স করার সুযোগ পান এডিন। গানটি হিট হলেও, পরবর্তীতে সিনেমা বা টিভি ইন্ডাস্ট্রিতে বড় কোনও কাজ পাননি। তখন তিনি বিগ বসে যোগ দেন।
ইনস্টাগ্রামে ১২ লক্ষ ফলোয়ার্স
বিগ বস ১৮-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়া এডিন সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১.২ মিলিয়ন। তিনি প্রায়শই হট ফটো ও ভিডিও শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয়।
২৬ বছর বয়সী এই মডেলকে ভালোবেসে ‘বার্বি’ও বলা হয়। তিনি অ্যারোনটিক্সে ডিগ্রি অর্জন করেছেন এবং ইসলাম ধর্মাবলম্বী। তার বাবা মিয়ানমার থেকে আসা তামিল এবং মা কর্ণাটকের বাসিন্দা।
২০২৫ সালের আইপিএলে শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংস দলের অংশ ছিলেন। এবারের আইপিএলে তিনি ২৬.৭৫ কোটিতে পাঞ্জাবের অংশ হয়েছিলেন। শ্রেয়স এবারের আইপিএলে ১৭টি ম্যাচে ৫০.৩৩ গড়ে এবং ১৭৬ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন। সামনে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে, তবে এই সিরিজে ভারতীয় দলে শ্রেয়সের জায়গা হয়নি।

read more news at kolkatasaradin.com/