রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে থাকা সেই নয়নজুলিতেই ফেলা হচ্ছে কারখানার কেমিক্যাল মিশ্রিত দষিত জল। সেই দূষিত জল খাল, জমি, পুকুরে মিশে এলাকার পরিবেশ দূষীত হচ্ছে। সেইরকম রাতের অন্ধকারে ট্যাঙ্কারে করে কেমিক্যাল মিশ্রিত জল জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে ফেলার সময় হ্তেনাতে ট্যাঙ্কারটিকে ধরে পড়ল গ্রামবাসীরা।
বৃহস্পতিবার রাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার শিল্পতালুকের এই ঘটনায় ট্যাঙ্কারটিকে আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্যাঙ্কারটিকে আটক করে। উলুবেড়িয়া থানার শিল্পতালুক বীরশিবপুরে ১৬ নং জাতীয় সড়কের দুই পাশে গড়ে উঠেছে একাধিক শিল্প কারখানা। অভিযোগ রাতের অন্ধকারে এই নয়নজুলিতে বিভিন্ন কারখানার কেমিক্যাল মিশ্রিত দূষিত জল ফেলা হচ্ছে।
অভিযোগ সেই জল ছড়িয়ে পড়ছে জাতীয় সড়কের পাশে থাকা উলুবেড়িয়া ২ নং ব্লকের আমরাবেড়িয়া গ্রামের খাল পুকুর সহ চাষের জমিতে। দূষিত জলের কারণে পুকুর খালের জল কালো লাল হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দূষিত জল শরীরে লাগলে চর্মরোগ হচ্ছে, জমিতে চাষ হচ্ছেনা, এমনকি পুকুরের মাছ ও মরে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দূষিত এই জলের গ্যাসে শিশু থেকে বৃদ্ধদের শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোন লাভ হয়নি। সমস্যা প্রসঙ্গে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মালেকা খাতুন জানান গ্রামবাসীদের সমস্যার বিষয়টি শুনেছি। পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে।