রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বাংলা সিরিয়ালের রক্ষণশীল পরিবারের আর্দশ বউমা থেকে রীতিমতো বিকিনি কন্যা! মলদ্বীপের নীল জলে ভোল বদল সোহিনীর!
হ্যাঁ, ডিভোর্স চর্চার মাঝেই ‘দ্বিতীয় বসন্ত’ নায়িকা উড়ে গিয়েছেন দ্বীপ রাষ্ট্রে। সেখানে সাদা বিকিনিতে হটনেস ছড়ালেন সোহিনী।
হাতে ওয়াইনের গ্লাস। পরনে সারা বিকিনির উপর বুকচেরা ট্রান্সপারেন্ট শার্ট। কখনো বা ডিপ নেক বিকিনিতে প্রায় উন্মুক্ত বক্ষ বিভাজিকা।
মাথায় টুপি পরে নিজের বিচ ফ্যাশন কম্প্লিট করেছেন সোহিনী। স্নানপোশাকে উন্মুক্ত তাঁর দুধ সাদা শরীর। মাখন শরীরের উপর সূর্যের আলোর ঝলকানি, ছবিতে চোখ আটকে গেল অনুরাগীদের। নীতি পুলিশরা অবশ্য কটাক্ষ করতে ছাড়লেন না।
এই প্রথম মলদ্বীপে গিয়েছেন সোহিনী। রীতিমতো উত্তেজিত নায়িকা। কটাক্ষ-বিদ্রুপের কথা না ভেবেই তাই পোজ দিলেন সাগরপারে। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সোহিনী। সেই দলে সোহিনীর কোনও বিশেষ বন্ধু আছে কিনা তা অবশ্য জানা নেই।সোহিনীর ডিভোর্সের চর্চা তুঙ্গে।
বছর তিনেক আগে ‘গঙ্গারাম’ নায়িকা বিয়ে করেছিলেন ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে। সুখের সংসারে আচমকাই ভাঙন। মাস কয়েক ধরেই সেপারেশনে রয়েছেন তাঁরা। আইনি পথে ডিভোর্স হয়েছে কিনা তা স্পষ্ট নয়। মিডিয়ার সামনে এই প্রসঙ্গে মুখ খুলতে না-রাজ অভিনেত্রী।
মাস খানেক আগে ডিভোর্স নিয়ে সোহিনী বলেছিলেন, ‘আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। বলতে পারেন, আমার পক্ষে কথা বলা সম্ভবপর নয়’। তবে খবর, ঘনিষ্ঠমহলে ডিভোর্সের কথা মেনে নিয়েছেন নায়িকা।
টেলিপাড়ার অতি-পরিচিত মুখ সোহিনী। স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা মিলেছিল সোহিনীর,কাজ করেছেন ‘রেশম ঝাঁপি’ সিরিয়ালেও। ‘গঙ্গারাম’-এর টায়রা হিসাবে ব্য়াপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ‘গঙ্গারাম’-এর শ্যুটিং সামলেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোহিনী।
মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সোহিনী-কল্লোল। কী কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা তা এখনও স্পষ্ট নয়!
আপাতত বিচ্ছেদ যন্ত্রণা ভুলে নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন সোহিনী। মলদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য আর স্থানীয় খাবার চুটিয়ে এনজয় করছেন।
জানা গিয়েছে, আগামী সোমবার কলকাতায় ফিরবেন সোহিনী, মঙ্গলবার থেকেই যোগ দেবেন দ্বিতীয় বসন্তর শ্যুটিংয়ে।