ব্রেকিং
  • Home /
  • ক্রাইম /
  • Odisha Girl Gangraped : বিজেপি শাসিত ওড়িশার সমুদ্র সৈকতে প্রেমিকের সামনেই যুবতীকে গণধর্ষণ! আটক ৮ পর্যটক

Odisha Girl Gangraped : বিজেপি শাসিত ওড়িশার সমুদ্র সৈকতে প্রেমিকের সামনেই যুবতীকে গণধর্ষণ! আটক ৮ পর্যটক

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। বিজেপি শাসিত ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর ঘটনা! প্রেমিকের হাত-পা বেধে রেখে তাঁর সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনার এখনও পর্যন্ত ৮ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি আরও দু’জনের খোঁজে তল্লাশি চলছে বলে....

Odisha Girl Gangraped : বিজেপি শাসিত ওড়িশার সমুদ্র সৈকতে প্রেমিকের সামনেই যুবতীকে গণধর্ষণ! আটক ৮ পর্যটক

  • Home /
  • ক্রাইম /
  • Odisha Girl Gangraped : বিজেপি শাসিত ওড়িশার সমুদ্র সৈকতে প্রেমিকের সামনেই যুবতীকে গণধর্ষণ! আটক ৮ পর্যটক

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। বিজেপি শাসিত ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর ঘটনা! প্রেমিকের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

বিজেপি শাসিত ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর ঘটনা! প্রেমিকের হাত-পা বেধে রেখে তাঁর সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনার এখনও পর্যন্ত ৮ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি আরও দু’জনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

জানা নিয়েছে, রবিবার সন্ধ্যায় স্নাতক স্তরের পড়ুয়া বছর কুড়ির ওই যুবতী ও তাঁর প্রেমিক গঞ্জাম জেলায় রাজা উৎসবে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে তাঁরা দু’জন মিলে গোপালপুর সমুদ্র সৈকতে যান।

অভিযোগ, সেখানেই তাঁদের একা পেয়ে ধাওয়া করে ১০ জন যুবক। এরপর যুবতীকে টানাটানি শুরু করে তাঁদের মধ্যে কয়েকজন। বাধা দিতে গেলে মারধোর কর হয় তাঁর প্রেমিককে। পরে দড়ি দিয়ে প্রেমিকের হাত-পা বেঁধে দিয়ে তাঁর সামনেই ধর্ষণ করা হয় প্রেমিকাকে।

বেহরামপুরের পুলিশ সুপার বিবেক সারাভানা জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলেছে। বর্তমানে দু’জনেই স্থিতিশীল রয়েছেন। এদিকে যুবতী ও তাঁর বন্ধুর অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। বাকি দু’জন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

সূত্রের খবর প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরাও পর্যটক। পুলিশ সুপার বলেন, “ওই আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি বিশেষ দল গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের ধরা।”

আজকের খবর