রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের ২৮তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার বিজেপির সক্রিয় শতাধিক কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
BJP দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সকালের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
নতুন বছরের প্রথম দিন বুধবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে বিজেপির শতাধিক কর্মী ও সমর্থক যোগদায় করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাঁতনের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নব বর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সেই সঙ্গে তিনি তাদেরকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করারও আহ্বান জানান।
বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান আরো বলেন যে মানুষ বিজেপির সাথে থাকতে চাইছে না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য উন্নয়নের কাজ করতে দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।