পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এর সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এর নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল।
এই সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ৯টি। এই আসন গুলির জন্য গতকাল ছিল মনোনয়ন পত্র তোলা ও আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ।
সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে সমস্ত আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও বিজেপি ও অন্য কোনো দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেনি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করেন।
প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এর মুখপাত্র অপরেস সাঁতরা,আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান মালেক আলি, আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি সৌমেন্দু সামন্ত প্রমুখ।