রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
“বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল চালাচ্ছেন? নাকি নিজেদের পকেট ভরানোর জন্য স্কুলের নামে ডাকাতি করছেন?” সোনারপুর মিশন পল্লী এলাকায় নামকরা ইংরেজি মিডিয়াম নারায়ন স্কুলের প্রিন্সিপালকে ঘেরাও করে এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন স্কুলের অভিভাবক অভিভাবিকারা। Sonarpur Narayana School
সোনারপুর এলাকার এই বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের অভিভাবক এবং অভিভাবিকাদের দাবি, “কোনরকম মেসেজ না করে অথবা বছরের শুরুতে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের চেয়ে প্যারেন্ট টিচার মিটিং বা পিটিএম হয় সেখানেও কোনরকম আলোচনা না করে হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেতন বাড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
Sonarpur private school ছাত্র-ছাত্রীদের মাসিক স্কুলের ফিজ বাড়ানোর পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে হঠাৎ করেই।”
এই অভিযোগ তুলে বাচ্চার বাবা মায়েরা স্কুলের প্রিন্সিপাল এবং স্কুল কর্তৃপক্ষের বেশ কয়েকজন আধিকারিককে দীর্ঘক্ষন ঘেরাও করে প্রতিবাদ জানান।

প্রতিবাদী অভিভাবকদের অভিযোগ, "দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা সত্ত্বেও স্কুলের সামনের রাস্তা সংস্কারের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলের সামগ্রিক পরিকাঠামোর এতটাই অবনতি ঘটেছে যে স্কুল কর্তৃপক্ষ তার সংস্কার না করেই টাকা বাড়িয়ে চলেছে। সোনারপুর এলাকার যে কোন বেসরকারি স্কুলের তুলনায় সব থেকে বেশি টাকা নিয়ে চলেছে নারায়ণা স্কুল।"

Sonarpur Narayana international school ramchandrapur

এই বিষয় সোনারপুরের নারায়না স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো রকম কথা বলা তো দূরের কথা, প্রতিবাদী অভিভাবকদের কোনো প্রশ্নের উত্তরও দিতে চাননি।

দুর্ব্যবহার করে অভিভাবকদের স্কুল কম্পাউন্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেন। kolkata saradin

তবে বিক্ষোভকারী অভিভাবকদের পক্ষ থেকে বেশ কয়েকজন বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “পড়াশোনার মান গত কয়েক বছরে সোনারপুরের নারায়না স্কুলে ভীষণভাবে অবনতি হওয়ায় ওরা এখন একটা বেআইনি জমি কিনে সোনারপুর রামচন্দ্রপুর এর কাছে নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল নাম দিয়ে চালু করেছে। অভিভাবকদের ব্যক্তিগতভাবে ফোন করে এবং ক্লাসের পরে দেখা করে চাপ দেওয়া হচ্ছে সেখানে যেন বিপুল অংকের ডোনেশন দিয়ে বাচ্চাদের ভর্তি করা হয়।”