ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata on Non Bengali Vote : “যে বুথে ৯০০ ভোটার আমরা পেয়েছি মাত্র একটা, এটা দয়া করে করবেন না” ভবানীপুরের অবাঙালিদের আবেদন মমতার

Mamata on Non Bengali Vote : “যে বুথে ৯০০ ভোটার আমরা পেয়েছি মাত্র একটা, এটা দয়া করে করবেন না” ভবানীপুরের অবাঙালিদের আবেদন মমতার

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। “আমার একটা জিনিস শুনতে খারাপ লাগে, কেউ কেউ ভোট বাক্সে বাঙালি-অবাঙালি করে দেয়। এটা দয়া করে করবেন না। মনে রাখবেন জায়গাটার নাম বাংলা। আমরা সবাই সবাইকে নিয়ে চলব।” এবারের লোকসভা নির্বাচনে কলকাতা শহরে ও বাঙ্গালীদের ভোট....

Mamata on Non Bengali Vote : “যে বুথে ৯০০ ভোটার আমরা পেয়েছি মাত্র একটা, এটা দয়া করে করবেন না” ভবানীপুরের অবাঙালিদের আবেদন মমতার

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। “আমার একটা জিনিস শুনতে খারাপ লাগে, কেউ কেউ ভোট বাক্সে বাঙালি-অবাঙালি করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

“আমার একটা জিনিস শুনতে খারাপ লাগে, কেউ কেউ ভোট বাক্সে বাঙালি-অবাঙালি করে দেয়। এটা দয়া করে করবেন না। মনে রাখবেন জায়গাটার নাম বাংলা। আমরা সবাই সবাইকে নিয়ে চলব।” এবারের লোকসভা নির্বাচনে কলকাতা শহরে ও বাঙ্গালীদের ভোট তৃণমূল যে বিপুল হারে কম পেয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরে আক্ষেপ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেক্সপিয়ার সরণীর কালীপুজো উদ্বোধনে গিয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, “এলাকায় অনেকে বহুতলে থাকেন। তাঁদের একটা কথাই বলব, বাংলাকে ভালবাসুন। আমার খারাপ লাগে কেউ কেউ ভোটবাক্সে বাঙালি, অবাঙালি করে দেয়। আমরা সবাই সবাইকে নিয়ে চলব। এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। লোকসভাতে আমি দেখেছি এই বুথে ৯০০টা ভোট থাকলে ১টা আমরা পেয়েছি। এটা কেন পাবে? বিধানসভায় আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। বাংলাটা কাদের? যাঁরা বাংলার জন্য তাঁদের। এখানে কেউ প্রশ্ন করবেন না কার কী জাত, কোন ধর্ম, নিরামিষাসী না কি আমিষাসী! আজ বাংলা এগিয়ে গেছে। কলকাতা অনেক এগিয়ে গেছে। আমি বলব আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না। বাংলা মাকে বদনাম করবেন না। স্বাধীনতা আন্দোলন বাংলা ছাড়া হত না। নব জাগরণ বাংলা ছাড়া হত না। শান্তিপ্রিয় জায়গা ছিল এই বাংলা। নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধীজির প্রিয় জায়গা ছিল এই বাংলা। তাঁরাই আমাদের দিশা। আর বলবো আলোর উৎসবে মেতে যেন কোনও ভাবে অন্যের ক্ষয়-ক্ষতি না হয় সেদিকটায় সবাই লক্ষ্য রাখুন। সাবধানে পরিবেশবান্ধব বাজি ফাটান। শব্দদূষণ তো বটেই মানসিক দূষণ থেকেও বিরত থাকুন।”

গিরীশ পার্কে সঞ্জয় বক্সীর এই পুজোর উদ্বোধনে গিয়ে দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে কয়েকটি বার্তা দেন। এদিন মমতা বলেন, ‘কালীপুজো মানে সম্প্রীতির উৎসব। ফুল অফ লাইট।’ সেজন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি দীপাবলি উৎসবে পরিবেশ বান্ধব বাজি ফাটানোর আবেদন জানান।

তাঁর বক্তব্যে উঠে আসে ঘূর্ণিঝড় দানায় ক্ষয়ক্ষতির প্রসঙ্গ। তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’য় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে। প্রচুর ফসল ও ঘরবাড়ি নষ্ট হয়েছে। তবে মানুষের পাশে রয়েছে সরকার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর