বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
শুক্রবার মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা (Shefali Jariwala Death)।
অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ নেটপাড়া থেকে বিনোদন দুনিয়া। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই শেফালি মারা যান।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। যদিও তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।

অভিনেত্রীর স্বামী এবং তিন বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসে। ইর্মাজেন্সি চিকিত্সা ঘরে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। অর্থাত্ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেফালির মৃত্যু হয়।
মুম্বই পুলিস শনিবার তাদের অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিস জানিয়েছে, তারা এখন শেফালির মৃত্যুর ঘটনার তদন্ত করছে। অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ বের করার চেষ্টা চলছে।

এর আগে দাবি করা হয়েছিল, ৪২ বছর বয়সী শেফালি মৃত্যু হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হওয়ার ফলে হয়। তবে পুলিসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি।

শনিবার সকালে সংবাদ সংস্থা ANI-কে মুম্বই পুলিসের এক কর্মকর্তা জানান, শেফালিকে শুক্রবার রাতেই তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিস কর্তা বলেন, ‘আন্ধেরির বাড়িতেই শেফালির মৃত্যু হয়। মুম্বই পুলিসের এই বিষয়ে তথ্য আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।’
অভিনেত্রীর মৃত্যুর খবর পুলিসের জানানোর পর একটি ফরেনসিক দল তাঁর বাড়িতে গত রাতেই যেতে দেখা যায়।

শুক্রবার রাতে শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগী তাঁকে প্রথমে মুম্বইয়ের বেল ভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যু নিয়ে রহস্যে দানা বেঁধেছে। শেফালি জরিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

এই গানটি তখনকার সময়ে একটি পপ কালচার সেনসেশন হয়ে উঠেছিল। পরে তিনি বিগ বস ১৩-তে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি লাভ করেন। শো-তে তাঁর আত্মবিশ্বাস ও স্পষ্ট কথা বলার ভঙ্গি দর্শকদের নজর কাড়ে।