বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
সপ্তাহান্তে ফের একবার রেলযাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দমদম স্টেশনে শনিবার ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল পূর্ব রেল।
এই সিদ্ধান্তে যেমন ব্যাহত হতে চলেছে নিত্যযাত্রীদের যাতায়াত, তেমনই বেড়েছে অতিরিক্ত ভিড় ও পরিষেবা বিভ্রাটের আশঙ্কা।
কোন কারণে বাতিল হচ্ছে ট্রেন?
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে,
দমদম স্টেশনে সিগনাল ও ট্র্যাক মেইনটেনেন্স কাজ চলবে।
এই কাজের জন্য শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে।
সব মিলিয়ে ২০টিরও বেশি লোকাল ট্রেন বাতিল, কিছু ট্রেন আংশিক বাতিল বা নির্ধারিত স্টেশন পর্যন্তই চলবে।
কোন শাখাগুলি প্রভাবিত?
প্রাথমিকভাবে যে শাখাগুলিতে প্রভাব পড়বে:
মেইন শাখা (Sealdah Main Line)
লক্ষণতলা–নৈহাটি
দমদম–বারুইপুর
সোনারপুর–ক্যানিং–নমখানা শাখা
উল্লেখযোগ্যভাবে, শনি ও রবিবার ছুটি থাকলেও অনেক অফিস ও চাকরিজীবী মানুষ, পরীক্ষার্থী এবং চিকিৎসারত রোগীরা সপ্তাহান্তেও এই ট্রেনের উপর নির্ভরশীল।
যাত্রী দুর্ভোগ বাড়ছে
প্রতিদিন শিয়ালদহ শাখায় কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন।
রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিল হলেও, অনেক সময় আগাম নোটিশ না পাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
নিত্যযাত্রী অভিজিৎ সাহার কথায়,
“আগাম কোনও বিকল্প ট্রেনের ঘোষণা নেই। হঠাৎ ট্রেন না থাকলে সমস্যায় পড়তে হয়।”
রেল পরিষেবার উন্নয়নের জন্য রক্ষণাবেক্ষণ কাজ প্রয়োজন। কিন্তু সেই কাজের প্রভাব যাতে যাত্রীদের উপর অতিরিক্ত না পড়ে, তার জন্য পরিকল্পিত ট্রেন সূচি ও বিকল্প যাতায়াতের ব্যবস্থা জরুরি।
এমন না হলে, প্রতি সপ্তাহেই ‘ট্রেন বাতিল’ মানেই দুর্ভোগের নতুন গল্প হয়ে দাঁড়াবে শহরবাসীর কাছে।