শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
স্কুল, কলেজ, হাসপাতাল চত্বর, খেলার মাঠ, সরকারি ভবন চত্বর থেকে পথ কুকুরদের সরাতেই হবে -পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে আর কোনো আর্জি শোনা হবে না বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলোকে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোন কোন জায়গা থেকে পথ কুকুরদের সরাতে হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ চলবে না। খেলার মাঠ, সরকারি ভবন, স্কুল, কলেজ প্রভৃতি জায়গায় যাতে পথ কুকুররা ঢুকতে না পারে তার জন্য বেড়া দিতে হবে। এর দায়িত্ব নিতে হবে স্থানীয় ডিএম অথবা এসডিও-কে।
এই নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশে জানিয়েছে, নির্বীজকরণের জন্য যে সব পথ কুকুরদের নিয়ে যাওয়া হবে তাদের আর পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া যাবে না। তাদের স্থায়ী ভাবে সরকারি সেল্টারে রাখতে হবে। সেল্টারে যাতে সু বন্দোবস্ত থাকে তা নিশ্চিত করতে হবে। শীর্ষ আদালত রায় ঘোষণার সময় এ প্রসঙ্গে জানায়, যদি নির্বীজকরণের পর ফের পথ কুকুরদের তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হয় তাহলে আর আদালতের রায়ের কোনো মানে থাকছে না।
আগে সুপ্রিম কোর্ট পথ কুকুর সংক্রান্ত নির্দেশে প্রথমে রায় দিয়েছিল সব পথ কুকুরদের সরাতে হবে। পরে কিছুটা নমনীয় হয়ে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল সব পথ কুকুর সরানোর দরকার নেই, যদি কোনো কুকুর বিপদজনক হয়ে ওঠে তাকে সরাতে হবে। কিন্তু এর পর প্রশ্ন উঠছিল জনবহুল এলাকা, প্রশাসনিক দফতর, স্বাস্থ্য কেন্দ্রে পথ কুকুরদের বাড়বাড়ন্ত কি ভাবে রোখা যাবে।
এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল স্কুল, কলেজ, হাসপাতাল চত্বর, খেলার মাঠ, সরকারি ভবন চত্বর থেকে পথ কুকুরদের সরাতেই হবে।