ব্রেকিং
Latest Posts
KMC Road Extension Kolkata : চওড়া হচ্ছে কলকাতার রাস্তা, যানজটে নাকাল কলকাতাবাসীর সুবিধার্থে চওড়া হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তাCalcutta Highcourt SSC tainted list : ‘চিহ্নিত অযোগ্যদের নাম ইন্টারভিউ এর তালিকা থেকে বাদ দিতে হবে’ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টেরSuvendu attacks Mamata on SIR panic : ‘তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক এবং আত্মহত্যা রোগ’ মমতাকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুরOdisha Bengali migrant detention : ওড়িশায় বাংলায় কথা বলায় আটক ১০ বাঙালি হকার! মমতার সাহায্য প্রার্থনা—বিতর্কে ডাবল ইঞ্জিন সরকারSIR BLO Suicide Mamata Reaction : এসআইআর চাপের জেরে বিএলও আত্মহত্যা, কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ মমতার
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • IPL Auction : আইপিএল নিলামে চমক দিতে পারেন আনক্যাপড ক্রিকেটাররা, দরের নিরিখে সম্ভাব্য সেরা পাঁচ

IPL Auction : আইপিএল নিলামে চমক দিতে পারেন আনক্যাপড ক্রিকেটাররা, দরের নিরিখে সম্ভাব্য সেরা পাঁচ

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আইপিএল নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দায়, আগামী রবিবার ও সোমবার। নজর থাকবে আনক্যাপড ক্রিকেটারদের দিকে। আইপিএলে নজর কেড়ে অনেক ক্রিকেটারই জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে। কেউ দেশের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন, কেউ অপেক্ষায় চূড়ান্ত একাদশে....

IPL Auction : আইপিএল নিলামে চমক দিতে পারেন আনক্যাপড ক্রিকেটাররা, দরের নিরিখে সম্ভাব্য সেরা পাঁচ

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • IPL Auction : আইপিএল নিলামে চমক দিতে পারেন আনক্যাপড ক্রিকেটাররা, দরের নিরিখে সম্ভাব্য সেরা পাঁচ

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আইপিএল নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দায়, আগামী রবিবার ও সোমবার। নজর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

আইপিএল নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দায়, আগামী রবিবার ও সোমবার। নজর থাকবে আনক্যাপড ক্রিকেটারদের দিকে।

আইপিএলে নজর কেড়ে অনেক ক্রিকেটারই জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে। কেউ দেশের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন, কেউ অপেক্ষায় চূড়ান্ত একাদশে সুযোগের।

আইপিএল নিলামে যে ৫৭৪ জনের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে তাতে আনক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ভারতীয়র সংখ্যা ৩১৮, আনক্যাপড বিদেশি রয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে ৫ ভারতীয় চমকপ্রদ দর পেতে পারেন।

হর্ষিত রানাকে ধরে রাখলেও তাঁর বোলিং পার্টনার হিমাচল প্রদেশের বৈভব অরোরাকে ছেড়ে দিয়েছে কেকেআর। বৈভব ২০২২ সালে পাঞ্জাব কিংসের হয়ে ৫ ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। ২০২৩ ও ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যথাক্রমে ৫ ম্যাচে ৫টি ও ১০ ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন। প্লে অফেও কার্যকরী। ফলে আইপিএল নিলামে তাঁর ভালোই চাহিদা থাকবে।

আশুতোষ শর্মা এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছেন। বিশেষ করে পাওয়ারহিটিংয়ে দক্ষতার জন্য। ১১ ম্যাচে ১৮৯ রান করেছেন, ১৬৭.২৫ স্ট্রাইক রেট রেখে। এখন রেলওয়েজে খেলেন আশুতোষ। আইপিএল নিলামে তাঁকেও নিতে চাইবে অনেক দল।

বছর কুড়ির অঙ্গকৃষ রঘুবংশীও আইপিএল নিলামে ভালো দর হাঁকাতে পারেন। মুম্বইয়ের ব্যাটার ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। রঞ্জিতে ওডিশার বিরুদ্ধে ৯২ ও সার্ভিসেসের বিরুদ্ধে অপরাজিত ৫৫ করেছেন। কেকেআরের হয়ে গত আইপিএলে ১০ ম্যাচে ১৬৩ করেন রঘুবংশী। স্ট্রাইক রেট ছিল ১৫৫। একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। টপ অর্ডারের জন্য রঘুবংশীতে নিতে আগ্রহ দেখাতে পারে অনেকেই।

রসিখ সালাম দারের চলতি বছরের আইপিএল ভালো যায়নি। যদিও টি২০-তে কার্যকরী বোলিং করার দক্ষতা রয়েছে তাঁর। ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৯ উইকেট নেন জম্মু ও কাশ্মীরের এই পেসার। এবারের আইপিএলে দলগুলি ভারতীয় ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে। সেই ইঙ্গিত মিলেছে রিটেনশনে। ফলে রসিখের জন্য বেশ কয়েকটি দল নিলামে ভালো দর দিতে তৈরি বলে মনে করা হচ্ছে।

গুজরাত টাইটান্স ছেড়ে দিয়েছে কর্ণাটকের অভিনব মনোহরকে। ২০২২ সালে ৮ ম্যাচে ১০৮, ২০২৩ সালে ৯ ম্যাচে ১১৪ ও ২০২৪ সালের আইপিএলে ২ ম্যাচে ৯ রান করেন মনোহর। যদিও মহারাজা ট্রফি টি২০ টুর্নামেন্টে তিনি ১৯৬.৫ স্ট্রাইক রেট ও ৮৪.৫ গড় রেখে ৫০৭ রান করেছেন। মিডল অর্ডারে নেমে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। ফলে মনোহরকে নিতে পারে আরসিবি-সহ অনেক দলই।

আজকের খবর