ব্রেকিং
Latest Posts
KMC Road Extension Kolkata : চওড়া হচ্ছে কলকাতার রাস্তা, যানজটে নাকাল কলকাতাবাসীর সুবিধার্থে চওড়া হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তাCalcutta Highcourt SSC tainted list : ‘চিহ্নিত অযোগ্যদের নাম ইন্টারভিউ এর তালিকা থেকে বাদ দিতে হবে’ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টেরSuvendu attacks Mamata on SIR panic : ‘তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক এবং আত্মহত্যা রোগ’ মমতাকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুরOdisha Bengali migrant detention : ওড়িশায় বাংলায় কথা বলায় আটক ১০ বাঙালি হকার! মমতার সাহায্য প্রার্থনা—বিতর্কে ডাবল ইঞ্জিন সরকারSIR BLO Suicide Mamata Reaction : এসআইআর চাপের জেরে বিএলও আত্মহত্যা, কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ মমতার
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Arindam Sil Suspended : টলিউডে অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টর্স গিল্ড

Arindam Sil Suspended : টলিউডে অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টর্স গিল্ড

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।   নতুন করে আলোচনায় বিনোদন দুনিয়ায় মহিলা কর্মীদের হেনস্থার ঘটনা। গত মাসে প্রকাশ্যে আসা হেমা কমিটির রিপোর্ট মুখোশ খুলে দিয়েছে দক্ষিণী দুনিয়ার প্রযোজক-পরিচালক-অভিনেতা-সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের। এ বার বুঝি টলিউডের পালা। শনিবার একই অভিযোগে বিদ্ধ....

Arindam Sil Suspended : টলিউডে অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টর্স গিল্ড

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Arindam Sil Suspended : টলিউডে অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টর্স গিল্ড

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।   নতুন করে আলোচনায় বিনোদন দুনিয়ায় মহিলা কর্মীদের হেনস্থার ঘটনা। গত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

 

নতুন করে আলোচনায় বিনোদন দুনিয়ায় মহিলা কর্মীদের হেনস্থার ঘটনা। গত মাসে প্রকাশ্যে আসা হেমা কমিটির রিপোর্ট মুখোশ খুলে দিয়েছে দক্ষিণী দুনিয়ার প্রযোজক-পরিচালক-অভিনেতা-সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের।

এ বার বুঝি টলিউডের পালা। শনিবার একই অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড (নিলম্বিত) করল ডিরেক্টর্স গিল্ড। আনন্দবাজার অনলাইনকে সংগঠনের সভাপতি সুব্রত সেন বলেছেন, ‘সুরক্ষা বন্ধু’ কমিটি ঘোষণার পরেই আমরা জানিয়েছিলাম, পরিচালকদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ-সহ অভিযোগ এলে আমরা পদক্ষেপ করব।” উল্লেখ্য, দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন।

 

সুব্রত আরও বলেন, ‘মহিলা কমিশনের থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয়টি নিয়ে সকলে আলোচনায় বসি। সকলের সম্মতিতে এই পদক্ষেপ করা হয়েছে।’ সেই অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই বিশেষ নির্দেশ কার্যকর হবে। যে দিন তিনি ‘নির্দোষ’ শংসাপত্র পাবেন, সে দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন, জানিয়েছেন সুব্রত।

 

অরিন্দমের নামোল্লেখ না করে এ-ও জানিয়েছেন, এর পরেও পরিচালক যদি স্বাধীন ভাবে কাজ করতে চান বা তাঁর সঙ্গে যদি কোনও প্রযোজক কাজ করেন সে ক্ষেত্রে কোনও বক্তব্য থাকবে না ডিরেক্টর্স গিল্ডের।

 

এ বিষয়ে কী বক্তব্য অরিন্দমের? তাঁর কথায়, ‘আমাকে বলা হয়ছে, শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। কিন্তু, সেই সময়ে চিত্রগ্রাহক থেকে শুরু করে সেটের বাকি সকলে সেখানে উপস্থিত ছিলেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন।’ তাঁর দাবি, তিনি শুক্রবার মহিলা কমিশনে গিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, তাঁর অনিচ্ছাকৃত কোনও আচরণের জন্য অভিনেত্রী যদি অপমানিত হয়ে থাকেন, তার জন্য তিনি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। অভিযুক্ত পরিচালকের আরও বক্তব্য, ‘আমাকে চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়েছিল। আমার সহকারী পরিচালক ও ফোটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্মসের সদস্যরা সাক্ষী হিসেবে আছেন। কিন্ত ডিরেক্টর্স গিল্ড আমার সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

 

এই বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় পোস্ট করেন, “পাপের ঘড়া উলটোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না।

ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক।

২০ বছর সময় লাগল, সে লাগুক।

আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে।

সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই।

এটা আমাদের BASIC RIGHT.

 

The following Suspension notice has been mailed to Arindam Sil.

 

Mr Arindam Sil,

Membership No: 193

 

Dear Mr Arindam Sil,

 

Due to certain allegations made against you, and prima facie evidences we have with us, which are of deep concern and is maligning to the entire organisation, DAEI has decided to suspend you from membership for indefinite period or till the allegations against you are cleared.

This comes into force with immediate effect.

Yours faithfully,

Subrata Sen, President

Sudeshna Roy, Secretary On behalf of DAEI”

আজকের খবর