ব্রেকিং
  • Home /
  • Durga Puja News /
  • LPG Price Hike : পুজোর আগেই প্রায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন কলকাতায় কত হল মূল্য

LPG Price Hike : পুজোর আগেই প্রায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন কলকাতায় কত হল মূল্য

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। অক্টোবর মাসের প্রথম দিনেই সরকারিভাবে এই ঘোষণা করা হল। দুই দশ টাকা নয়। একেবারে সাড়ে ৪৮ টাকা প্রতি সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল। একেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া দাম বাড়ছে। তার....

LPG Price Hike : পুজোর আগেই প্রায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন কলকাতায় কত হল মূল্য

  • Home /
  • Durga Puja News /
  • LPG Price Hike : পুজোর আগেই প্রায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন কলকাতায় কত হল মূল্য

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। অক্টোবর মাসের প্রথম দিনেই সরকারিভাবে এই ঘোষণা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। অক্টোবর মাসের প্রথম দিনেই সরকারিভাবে এই ঘোষণা করা হল। দুই দশ টাকা নয়। একেবারে সাড়ে ৪৮ টাকা প্রতি সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল। একেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া দাম বাড়ছে। তার উপরে আবার রান্নার গ্যাসের দাম বাড়ানো হল।

লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল।

গৃহস্থ ও বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই দাম কমানো হয়। কিছুটা উপশম হয় সাধারণ মানুষের। ভোটের ফল প্রকাশের পরেও দাম বাড়ানো হয়নি। তবে শেষ দুই মাস ধরে ফের দাম বাড়ানো শুরু হয়েছে।

রান্নার গ্যাসের ১৯.২ কেজি সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল। বাণিজ্যিক সিলিন্ডারের দাম আবার বাড়ানো হল। আগস্ট, সেপ্টেম্বর মাসের পর অক্টোবরেও দাম বাড়ানো হল।আজ ১ অক্টোবর থেকেই বর্ধিত হারে সিলিন্ডার কিনতে হবে। শুধু তাই নয়, এক ধাক্কায় ৪৮.৫০ টাকা দাম বাড়ানো হল এবার।

আগস্ট মাসের শুরুতে দাম বেড়েছিল ৮.৯ টাকা। সেপ্টেম্বর মাসে সেই দাম বাড়ানো হয় ৩৯ টাকা। এবার এক লাফে প্রায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল। সরকারি তেল ও গ্যাস বিপণনি সংস্থা দাম বাড়াচ্ছে।

কলকাতায় গতকাল সেপ্টেম্বর পর্যন্ত ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। অক্টোবর মাসে সেই অঙ্ক বেড়ে দাঁড়ালো ১৮৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ১৭৪০ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৬৯২ টাকা। চেন্নাইতে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯০৩ টাকা।

চলতি মাস থেকেই উৎসব শুরু। দুর্গাপুজো সহ একাধিক উৎসব, দীপাবলি আছে আগামী সময়ে। সাধারণ মানুষজনের বাইরে রেস্তোরাঁয় খাদয়াদাওয়া করার প্রবণতা বাড়ে। এই সময় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর ঘটনা বেশ ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে এখনও গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। লোকসভা নির্বাচনের আগে দাম কমানো হয়। সেই নির্ধারিত দাম এখনও চলছে। রান্নার গ্যাসের সিলিন্ডার ১৪.২ কেজির দাম এখনও বেঁধে থাকায় সাময়িক চাপ কমেছে।

আজকের খবর