সুমন তরফদার। কলকাতা সারাদিন।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অনুমোদন দিল আদালত।
আজ সন্ধ্যেবেলা প্রাথমিক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হলো বাইপাসের পার্শ্ববর্তী আরএন টেগোর হাসপাতালে। কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সন্ধ্যার পর এসএসকেএম হাসপাতাল থেকে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় কে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস সরঞ্জাম প্রক্রিয়ার সঙ্গে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে আর এন টেগোর হাসপাতালে
জেলে থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে সরকারি হাসপাতালে চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না তিনি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত।
এসএসকেএম হাসপাতালে নয়, পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসা করাতে পারবেন বেসরকারি হাসপাতালেই। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদনে শেষমেষ সাড়া দিয়েছে বিশেষ সিবিআই আদালত। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তবে দিন পাঁচেক আগে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। কিডনি এবং ফুসফুসের সমস্যা বেড়ে যায়। তাঁকে আই সি ইউ-তে স্থানান্তর করেন চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়ালে জানান, এসএসকেএম হাসপাতালে তাঁর মক্কেলের যথাযথভাবে চিকিৎসা হচ্ছে না। তাই পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর ব্যাপারে ছাড়পত্র দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী।
এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্বদের চিকিৎসার নামে হাসপাতালে থাকা নিয়ে বিতর্কে জড়িয়েছে এসএসকেএম। কালীঘাটের কাকু, অনুব্রত মণ্ডল কিংবা পার্থ চট্টোপাধ্যায়—এঁদের নিয়ে বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে এবছর থেকে নতুন নীতি নিয়েছে হাসপাতাল। রোগী হস্তান্তরের সুযোগ থাকলে তৎক্ষণাৎ তা কার্যকর করার দিকেই এগোতে চায় তারা। নতুন বছরে এসএসকেএমের ভাবমূর্তি পুনরুদ্ধারই মূল লক্ষ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত সেই নীতিরই প্রতিফলন।