ব্রেকিং
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Bhulbhulaiya 3 vs Singham Again : বক্স অফিসে জমজমাট কার্তিক-অজয়ের লড়াই! অ্যাডভান্স বুকিংয়ে ১ কোটির দোরগোড়ায় ভুল ভুলাইয়া ৩, ফাইট দিচ্ছে সিংঘম এগেন

Bhulbhulaiya 3 vs Singham Again : বক্স অফিসে জমজমাট কার্তিক-অজয়ের লড়াই! অ্যাডভান্স বুকিংয়ে ১ কোটির দোরগোড়ায় ভুল ভুলাইয়া ৩, ফাইট দিচ্ছে সিংঘম এগেন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই দিওয়ালির দিন বক্স অফিসের লড়াই জমাতে আসছে ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে ছবি দুটোর। কোথায় দাঁড়িয়ে আছে কার্তিক, অজয়ের ছবি? এখনও পর্যন্ত জানা গিয়েছে....

Bhulbhulaiya 3 vs Singham Again : বক্স অফিসে জমজমাট কার্তিক-অজয়ের লড়াই! অ্যাডভান্স বুকিংয়ে ১ কোটির দোরগোড়ায় ভুল ভুলাইয়া ৩, ফাইট দিচ্ছে সিংঘম এগেন

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Bhulbhulaiya 3 vs Singham Again : বক্স অফিসে জমজমাট কার্তিক-অজয়ের লড়াই! অ্যাডভান্স বুকিংয়ে ১ কোটির দোরগোড়ায় ভুল ভুলাইয়া ৩, ফাইট দিচ্ছে সিংঘম এগেন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই দিওয়ালির দিন বক্স অফিসের লড়াই জমাতে আসছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই দিওয়ালির দিন বক্স অফিসের লড়াই জমাতে আসছে ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন।

ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে ছবি দুটোর। কোথায় দাঁড়িয়ে আছে কার্তিক, অজয়ের ছবি?

এখনও পর্যন্ত জানা গিয়েছে ভুল ভুলাইয়া ৩ ছবিটি ২০১৯ টি শো পেয়েছে। সঙ্গে ৩৭০০০ এর বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে বর্তমানে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ৯৫ লাখ ৭৪ হাজার টাকা আয় করে ফেলেছে (এই রিপোর্ট লেখার সময় অবধি)। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।

অন্যদিকে সিংঘম এগেন ছবিটি পেয়েছে ৫৬১ টি শো মাত্র। সঙ্গে এখনও পর্যন্ত ৫৯৩০ টি টিকিট বিক্রি হয়েছে মাত্র। ফলে আপাতত রোহিত শেট্টি পরিচালিত এই ছবিটি মাত্র ২২ লাখ ৭২ হাজার টাকা আয় করতে পেরেছে। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে ভুল ভুলাইয়া ৩ সিংঘম এগেনের তুলনায় প্রায় কয়েক গুণ এগিয়ে আছে শো, টিকিট বিক্রি এবং অবশ্যই আয়ের নিরিখে। কোন ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশি উন্মাদনা সেটাও স্পষ্ট।

ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।

সিংঘম এগেন ছবিটির পরিচালনা করছেন রোহিত শেট্টি। তাঁর কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শুরু করে করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর প্রমুখ। এই ছবির গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রামায়ণের ছোঁয়া।

আজকের খবর