সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে ১৬ মাসের শিশু দীন মোহাম্মদের জন্য ১৭.৫ কোটি টাকার জীবনদায়ী জিন থেরাপির ব্যবস্থা করা হয়েছে। এই থেরাপি বিনামূল্যে প্রদান করা হয়েছে, যা একজন শিশুর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নভেম্বর মাসের শুরুতে কলকাতার এই হাসপাতালে ভর্তি করা হয় দীনকে।
নোভার্টিজের গ্লোবাল ম্যানেজ এক্সেস প্রোগ্রামের মাধ্যমে এই থেরাপির জন্য লটারিতে নাম আসে তার। দীন মোহাম্মদের মা জানিয়েছেন, চিকিৎসক সংযুক্তা দে’র পরামর্শ এবং কিউর এসএমএ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সহায়তায় তারা এই জীবদায়ী থেরাপি পেয়েছেন।
স্মল মায়োফিস্কুলার অ্যাট্রফি (এসএমএ) টাইপ ১ রোগে আক্রান্ত শিশুদের জন্য জিন থেরাপি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি। নভার্টিজের তৈরি এই থেরাপি ২০১৯ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা দ্বারা অনুমোদন পায় এবং এটি একটি বড় সাফল্য হিসেবে গণ্য হয়।
এসএমএ রোগটি একটি অস্বাভাবিক জেনেটিক অবস্থার ফলস্বরূপ ঘটে, যা শিশুদের মাংসপেশি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। এই রোগটি তখনই হয়, যখন এসএমএন১ জিনের দুটি কপি ত্রুটিপূর্ণ থাকে। চিকিৎসা না হলে, এই রোগটি সাধারণত প্রাণঘাতী হয়ে ওঠে।
চিকিৎসক সংযুক্তা দে আশা প্রকাশ করেছেন, দীন ধাপে ধাপে উন্নতি করতে শুরু করবে। তিনি জানান, এসএমএ রোগের ক্যারিয়ার রেট ৩৫ প্রতি ১ জন এবং এটি থ্যালাসেমিয়ার পর দ্বিতীয় সর্বাধিক সাধারণ জেনেটিক রোগ হয়ে উঠতে পারে। ‘জোলজেন্সমা’ থেরাপিটি এই ত্রুটিপূর্ণ জিনের একটি স্বাস্থ্যকর কপি সরবরাহ করে, যা স্নায়ু কোষগুলিকে প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে সাহায্য করে এবং শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা করে।
পূর্বে আরও দুই শিশুকে এই থেরাপি দেওয়া হয়েছে, যারা সাফল্যের সাথে চিকিৎসা পেয়েছে। এই মানবিক উদ্যোগগুলি সত্যিই প্রমাণ করে যে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা এবং সংহতি কতটা গুরুত্বপূর্ণ।