সুমন তরফদার। কলকাতা সারাদিন।
চেনের পরে ভারতেও নাকি হানা দিয়েছে করোনার মত ভয়াবহ মহামারী বাহক ভাইরাস এইচএমপিভি। এমনকি এই ভাইরাস নাকি ঢুকে পড়েছে খাস কলকাতাতেও। করোনার পর, বর্তমানে আপামর দেশবাসীর উদ্বেগের নতুন কারণ এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস।
বিষয়টি নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে এবং সংবাদ মাধ্যমে অকারনে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে এবারে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘কিছু প্রাইভেট চক্র আছে। যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে।’
নতুন এই ভাইরাস নিয়ে অকারনে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “কিছু চিন্তা করো না। চিন্তা করার কোনও কারণ নেই। যখন চিন্তা করার কারণ হবে আমরা বলে দেব। মুখ্যসচিব আজই বৈঠক করেছেন। গতকাল সন্ধেয় মিটিং নিয়েছেন, আজও মিটিং নিয়েছেন। আমরা এখনও পর্যন্ত যেটা জেনেছি, এটা মারাত্মক কিছু নয়। সুতরাং এটি নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই। আমরা পরিষ্কার বলি, কিছু প্রাইভেট চক্র আছে। যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। ন্যাচরাল এটাকে আনন্যাচরাল করে দিচ্ছে। আমি স্বাস্থ্যসাথি করেছি জনগণের সারাবছর তাঁর পরিবারের খরচ করার জন্য। একটা জ্বরে ২ লাখ-ত লাখ টাকা নিয়ে নেবে। যার প্রয়োজন নেই। সেটা তো ঠিক নয়।”
প্রসঙ্গত, সোমবার দেশে প্রথম এইচএমপিভি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। সেদিনই জানা যায়, বেঙ্গালুরুতে দু’জন শিশু, কলকাতা, গুজরাট এবং মহারাষ্ট্রে একজন করে শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার তামিলনাড়ুতে আরও দু’জন এইচএমপিভি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত দেশজুড়ে এইচএমপিভি আক্রান্ত বেড়ে সাত। চলতি সপ্তাহে শুক্রবার থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই মেলায়। তার আগে এইচএমপিভি ঘিরে আতঙ্ক না ছড়ানোর জন্য আবেদন করলেন মুখ্যমন্ত্রী।