শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মঙ্গলবার এমন বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, প্রাণীজ প্রোটিন অর্থাৎ দুধ, ডিম এবং মাংস উৎপাদনের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। জনসংখ্যায় দেশের বৃহত্তর রাজ্য উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় বৃহত্তম মহারাষ্ট্রকে পিছনে ফেলে বাংলা এগিয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর দেওয়া এই তথ্যকে পালটা মিথ্যে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজের এক্স হ্যান্ডেল পোস্টে শুভেন্দু অধিকারী দুধ উৎপাদনে বৃদ্ধির হার নিয়ে দাবি করেছেন, দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের শীর্ষে থাকা তো দূরের কথা প্রথম ১০টি দুধ উৎপাদনকারী রাজ্যের মধ্যেও নেই। পরিসংখ্যান দিয়ে শুভেন্দুর দাবি, উত্তরপ্রদেশে ৩৮৭.৮ লক্ষ টন দুধ উৎপাদন হয়ে থাকে, যা গোটা দেশের ১৬.২ শতাংশ। রাজস্থানে ৩৪৭.৩৩ লক্ষ টন দুধ উৎপাদন হয়ে থাকে যা গোটা দেশের ১৪.৫ শতাংশ। আর সেই জায়গায় বাংলায় দুধ উৎপাদন হয় মাত্র ৭৬.৪৯ লক্ষ টন। অর্থাৎ শতাংশের হিসেবে মাত্র ৩.২ শতাংশ। শুধু তাই নয়, জনসংখ্যার হিসেবে মাথাপিছু কত দূধ পেয়ে থাকে সেই পরিসংখ্যানও দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি জানান, এই হিসেবে উত্তরপ্রদেশে মাথাপিছু দুধের প্রাপ্যতা হল দৈনিক ৪৫০ গ্রাম, রাজস্থানে ১১৭১ গ্রাম, পঞ্জাবে ১২৪৫ গ্রাম উৎপাদন হয়ে থাকে। অথচ বাংলা সেই জায়গায় ১৮ তম স্থানে রয়েছে।
শুভেন্দুর দাবি, শুধু দুধ নয়, ডিম উৎপাদনের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করেছেন মমতা। সেক্ষেত্রেও বাংলা অনেক পিছিয়ে রয়েছে। এখানে জনপ্রতি ডিম উৎসাদনের সংখ্যা হল ১৬৪টি। সেই জায়গায় তেলাঙ্গানার ৪৮৩টি, অন্ধ্রপ্রদেশে ৪৭৯টি, তামিলনাড়ুতে ২৯১টি এবং হরিয়ানা ২৮৩টি ডিম উৎপাদন হয়ে থাকে। মাংস উৎপাদনের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ অসম এবং উত্তরাখণ্ডের থেকে পিছিয়ে। এবিষয়ে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে লিখেছেন, ‘আপনার সব বিভাগ ব্যর্থ। বাংলার মানুষ তা দেখেছে। আপনি নিজের ঢাক পেটাতে ভালোবাসেন। কিন্তু, মিথ্যে তথ্য দিয়ে আর কতদিন জনগণকে বিভ্রান্ত করতে থাকবেন!’
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত ‘পশুপালন পরিসংখ্যান ২০২৪’ অনুযায়ী, বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী। জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ বাংলার অবদান। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হারে রেকর্ড করেছে। এক্ষেত্রে জাতীয় গড় ৩.৭৮ শতাংশ। সেখানে বাংলার গড় ৯.৬৭ শতাংশ।’