সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
সম্প্রতি বাবার সঙ্গে সেবাশ্রয়ে গিয়েছিল ৯ বছরের আলতাফ হোসেন ঘরামি। সেখানেই তার হার্টের সমস্যা ধরা পড়ে। রিপোর্ট দেখে শিবিরের চিকিৎসকরা আলতাফকে ডায়মণ্ড হারবারের এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে উন্নত পর্যালোচনার জন্য পাঠান। যদিও তখনও পুরো রোগ ধরা পড়েনি। পরবর্তীতে জানা যায় আলতাফের হৃদপিন্ডে একটি ছিদ্র (সায়ানোটিক হার্ট ডিজিজ) রয়েছে। দ্রুত বিষয়টি জানানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
খবর পাওয়া মাত্রই দ্রুত অ্যাকশনের সিদ্ধান্ত নেন অভিষেক। ঠিক হয় সমস্যা আরও বাড়ার আগেই দ্রুত চিকিৎসা করা হবে। বিনামূল্যে যাতে সেই চিকিৎসা হয় সেটাও দেখেন। সূত্রের খবর, এদিনই ৯ বছরের আলতাফের ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি হচ্ছে জেআইএমএস বা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। অভিষেকের সিদ্ধান্ত স্বভাবতই খুশি আলতাফের পরিবার।
কদিন আগেই বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরের তৎপরতায় প্রাণে বাঁচে ৭ বছরের একটি শিশুর। খেলতে খেলতে ওই শিশুর গলায় আটকে গিয়েছিল একটি কয়েন। সেবাশ্রয় ক্যাম্প থেকেই শিশুর গলা থেকে কয়েন বের করা সম্ভব হয়েছিল।
এই ক্যাম্পের আয়োজন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি। তাঁর বক্তব্য ছিল, ”এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।” অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।