রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙ্গন অব্যাহত।এবার
পটাশপুর ২ নং ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েত সদস্যা ও ৫টি বিজেপি সমর্থক পরিবারের ১০ জন বিজেপি সদস্য যোগদান করলো তৃণমূল কংগ্রেস।
এদিন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর ডাকে একটি সংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় ।সেই সভায় পনিয়া বুথ থেকে জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্যা অমিতা মাইতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করেন।
যোগদানকারিদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এর মূখপাত্র অপরেস সাঁতরা।
মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর কার্যালয়ে এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে ছিলেন পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস রায়, মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি বরুন গিরি, মথুরা গ্রাম পঞ্চায়েত এর প্রধান মৌসুমী দাস প্রধান, কৃষ্ণেন্দু সনবিগ্রহী।