সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই বাংলার ক্ষুদ্র এবং কুটির শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য অভূতপূর্ব পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অ্যামাজনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ অথবা বিশ্বের বিভিন্ন জায়গার প্রোডাক্ট আমরা বাংলায় বসে কিনতে পারি তাদের মাধ্যমে এবারে বিশ্বের প্রতিটি প্রত্যন্ত কোনায় পৌঁছে যাবে বাংলার ক্ষুদ্র এবং কুটির শিল্পের উৎপাদিত পণ্য।
পশ্চিমবঙ্গের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) খাতের রফতানি বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫-এ অ্যামাজন ইন্ডিয়া-র সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর।
বিজিবিএস-এর মঞ্চে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রাজ্যের এমএসএমই ব্যবসায়ীদের অ্যামাজন গ্লোবাল সেলিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে তাঁরা নিজেদের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও অঞ্চলে রফতানি করতে পারবেন।
জানা গেছে, ছোট ও মাঝারি ব্যবসাকে ডিজিটাইজ করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যামাজন এই উদ্যোগ নিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজেশ পাণ্ডে বলেন, ‘রাজ্যের এমএসএমই খাতের ডিজিটাইজেশন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্য আমাদের অন্যতম অগ্রাধিকার। অ্যামাজনের মতো প্রতিষ্ঠান এগিয়ে এসে যেভাবে আমাদের উদ্যোক্তাদের সাহায্য করছে, তা প্রশংসনীয়। আমরা একসঙ্গে কাজ করে লক্ষাধিক ব্যবসায়ীকে উপকৃত করতে চাই। এই উদ্যোগ বাংলার ডিজিটাল অর্থনীতিকেও শক্তিশালী করবে।’

অ্যামাজন ইন্ডিয়ার ( amazon India Global Trade Director ) গ্লোবাল ট্রেড ডিরেক্টর ভূপেন ওয়াকানকর বলেন, ‘ই-কমার্স রফতানি এখন অভূতপূর্ব গতিতে এগোচ্ছে। এমএসএমই ব্যবসাগুলি আগের চেয়ে অনেক সহজেই বিশ্ববাজারে প্রবেশ করতে পারছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে আমরা রাজ্যের উদ্যোক্তাদের শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ড গড়ে তুলতে সাহায্য করব। ২০৩০ সালের মধ্যে অ্যামাজন ৮০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের MSME খাত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’