রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
কে বলবে তাঁর বয়স পেরিয়েছে ৫০? তাঁর জন্য এজ ইজ জাস্ট এ নাম্বার!
মালাইকা আরোরা, কেরিয়ারের শুরু থেকেই দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন তিনি।
ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই শিরোনামে থাকেন মালাইকা আরোরা। মালাইকা অরোরা বলিউড ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি তার স্টাইল এবং গ্ল্যামারাস লুকের জন্য সকলের কাছে বিখ্যাত।
মালাইকা অরোরা বলিউড ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি তার স্টাইল এবং গ্ল্যামারাস লুকের জন্য সকলের কাছে বিখ্যাত। ফ্য়াশন স্টেটমেন্টের জন্য বরাবরই শিরোনামে থাকেন মালাইকা আরোরা।
বলিউড ছবি 'দিল সে'-র 'ছাঁইয়া ছাঁইয়া' গানেই নজরে আসেন মালাইকা আরোরা। তার শরীরী বিহঙ্গে পাগল পুরুষরা। তারপর থেকে একের এক হিট নাম্বারে তার পারফরম্যান্স কালজয়ী হয়ে রয়েছে বলিউডে। নাচের স্টাইলে ভক্তদের পাগল করে দিয়েছেন মুন্নি।

তবে বলিউডের কোনও ছবিতেই এখন আর সেভাবে দেখা যায় না মালাইকাকে।
এমনকী দীর্ঘদিন কোনও ছবিতে আইটেম ডান্স করতেও দেখা যায়নি মাল্লাকে। নায়িরা নন বরং আইটেম গার্ল হিসেবেই রয়ে গেলেন মালাইকা আরোরা। সেই নিয়ে আক্ষেপও রয়েছে মালাইকার।
তবে অভিনয় জগতে ততটা নয়, যতটা তিনি আইটেম ডান্সার কিংবা মডেলিং জগতে প্রতিষ্ঠিত হয়েছেন। একের পর এক পোজ়ে ভাইরাল হওয়া বোল্ড মালাইকার বয়স যেন থমকে। তাঁকে নিয়ে নানা জনের নানা মত।

মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে বহুবার। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।
যতদিন যাচ্ছে ততই যেন লাস্যময়ী হয়ে উঠছেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা। তার যে কোনও ছবি ঘিরে জোর জল্পনা চলে সংবাদমাধ্যমে। ফ্য়াশন স্টেটমেন্টের জন্য বরাবরই শিরোনামে থাকেন মালাইকা আরোরা।

বর্তমানে বেশ কিছু রিয়্যালিটি শো যেমন ঝলক দিখলা যা, ইন্ডিয়াজ নেক্সট টপ মডেল-এর মতো রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে দেখা যায় মালাইকা আরোরাকে। বলিউডের সব পার্টিতেই বোল্ডনেসে ঝড় তোলেন মালাইকা আরোরা।
হামেশাই মালাইকাকে মুম্বইয়ের রাস্তায়, জিমে কিংবা বাড়ির বাইরে দেখা যায়। ন্যুড মেক আপ, খোলা চুলে লাস্যময়ী মালাইকা আরোরাকে দেখে বোঝার উপায় নেই বয়স যে ৫০-এর কোটায়। চোখেমুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস। মালাইকার এই হট লুকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

বি-টাউনের স্বাস্থ্য সচেতন সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মালাইকা অরোরা। নিজের ফিটনেস নিয়ে সদাই সচেতন তিনি। ফলে কড়া ডায়েট এবং শরীরচর্চার রুটিন চলেন তিনি। তুমুল ব্যস্ততার মাঝেও কীভাবে নিজের ফিজিক বজায় রাখেন, সেই বিষয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।

কীভাবে নিজের ফিটনেস রুটিনে ইন্টারমিটেন্ট ফাস্টিং অন্তর্ভুক্ত করেছেন, সেই বিষয়ে কার্লি টেলস-এর কাছে নিজের বক্তব্য রেখেছেন মালাইকা। জানান, উপবাস তিনি রাখেন, তবে একটা ট্যুইস্ট রয়েছে। অভিনেত্রীর কথায়, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি…
কিন্তু আমি সেটা করি এক দিন অন্তর। যদিও এই প্যাটার্নের কারণ তিনি জানাননি। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ভাল এবং খারাপ উভয় দিক রয়েছে।