দুর্ঘটনার কবলে পড়ল ২২৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর ডিভিশনের নলপুর স্টেশনের কাছে। দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই।
দুর্ঘটনার পরেই রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় উদ্ধার কাজ। এদিকে ট্রেন দুর্ঘটনায় আরো একবার যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠল। জানা গেছে এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে শালিমার অভিমুখে যাচ্ছিল। সেই সময় নলপুর স্টেশনের পশ্চিম কেবিনের কাছে ৪২ নম্বর পয়েন্টে ট্রেনটি মিডল লাইনে যাওয়ার সময় লাইনচ্যুত হয়।
ট্রেনের সামনের দিকে ইঞ্জিনের পিছনে থাকা পার্সেল ভ্যান এবং দুটি কামরা লাইন থেকে নেমে যায়। ট্রেনের কয়েকটি কামরা মিডল লাইনে থাকলেও ইঞ্জিন ও পিছনের দিকের বেশ কয়েকটি কামরা ডাউন লাইনে থেকে যায়। এদিকে ভোরবেলা বিকট শব্দে ট্রেন থেমে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে। অনেকেই আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়ে। আশেপাশের বাসিন্দারা ছুটে আসে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিকরা ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ট্রেনে সফররত যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য রেল কর্তৃপক্ষের তরফে বাসের ব্যবস্থা করা হয়। যদিও বাস নলপুর স্টেশনের কাছে আসতে না পারায় পরে একটি ট্রেনে করে যাত্রীদের সাঁতরাগাছি ও শালিমার স্টেশনের পৌঁছনোর।
এদিন সকালে এলাকায় গিয়ে দেখা গেল চারিদিকে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে রেললাইনে নামতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে রেলের রিলিফ টিম পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসেছেন রেলের পদস্থ আধিকারিকরা।
কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এদিকে, রেলের এই দুর্ঘটনায় বেশ কিছু অস্বাভাবিক প্রশ্ন সামনে এসেছে। যেভাবে ট্রেনের ইঞ্জিন এবং পিছনের দিকে কয়েকটি কামরা ডাউন লাইনে অক্ষত অবস্থায় রয়ে গেছে তাতে ২৬ নং পয়েন্ট সেটিং নিয়ে ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল মিশ্র জানান ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।। রিপোর্ট পাওয়ার পর দুর্ঘটনার কারণ জানা যাবে। অন্যদিকে রেল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতে ট্রেনের গতি কম থাকায় বড়সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।