সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
“মানুষই দেখুক বিচারব্যবস্থার কী করুণ দশা!” দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে কাঁড়ি কাঁড়ি পোড়া নোট উদ্ধার হওয়ার পর আবারও সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে কাড়ি কাড়ি পোড়া নোট উদ্ধার হয়েছে। হোলির দিন ওই বিচারপতির বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা তাঁর বাড়িতে প্রচুর নগদ টাকার সন্ধান পান। খোদ কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত নগদ কেন? কোথা থেকে এল এত টাকা? বিচারপতি বা তাঁর বাড়ির কোনও সদস্য সদুত্তর দিতে পারেননি। ওই বিচারপতির বিরুদ্ধে তদন্তও শুরু হয়। বিচারপতি যশবন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। সেখানে দেখা গিয়েছে, পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্তের বাসভবনে। জানা গিয়েছে, বিচারপতি যশবন্তের বাংলোর গুদামে বোঝাই ছিল বিপুল নোটের তাড়া। আগুন লাগার পর সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। একজন কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত টাকা কেন? প্রশ্ন উঠছিল আইনজীবী মহলেও। বিরোধী শিবিরের কেউ কেউ বিচারপতির সঙ্গে গেরুয়া যোগ খুঁজে পেয়েছেন।
এবারে সংসদের অধিবেশনে এই বিষয়টি নিয়ে সরব হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আগেও সরব হয়েছেন তিনি। তিনি বলেন, “মানুষ দেখুক কী অবস্থা। যাঁদের উপর বিচারব্যবস্থার ভার, তাঁদের বাড়িতেই কাড়ি কাড়ি টাকা উদ্ধার। বিচারব্যবস্থার কী করুণ দশা!” বস্তুত এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। এবার তাঁর ইঙ্গিত, বিচারব্যবস্থা যে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, সেটারই প্রমাণ ওই বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার।

অন্যদিকে, আগামী বছর বিধানসভা নির্বাচন। একেবারে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেই লড়াইতে নামবে তৃণমূল। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। বকেয়া অর্থ সুনির্দিষ্ট সময়ের মধ্যে না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচির রুপরেখা কী হবে তা সেই সময় ঠিক করা হবে জানিয়েছেন অভিষেক।