সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
তাঁর বাহুল্যবর্জিত সাধারণ জীবনযাপনের কথা কারও অজানা নয়। এই মুহূর্তে দেশের মধ্যে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। যেখানে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর সম্পত্তি ৯৩১ কোটি টাকার। মোট সম্পদের নিরিখে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী তিনি।
এমনটাই জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। তাদের রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা। তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তি নামমাত্র।
দেশে বার্ষিক জাতীয় মাথাপিছু আয় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। মুখ্যমন্ত্রীদের গড় আয় তার ৭.৩ গুণ বেশি, অর্থাৎ ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। মোট সম্পত্তির নিরিখে দেশের দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (৩৩২ কোটি টাকা)। তৃতীয় স্থানে কর্ণাটকের সিদ্দারামাইয়া (৫১ কোটি টাকার বেশি)।
অন্যদিকে, গরিবদের মধ্যে মমতার পরেই আছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মাত্র ৫৫ লক্ষ টাকার মালিক এই ন্যাশনাল কনফারেন্স নেতা। কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ১ কোটি ১৮ লক্ষ টাকার মালিক।
রিপোর্টে বলা হয়েছে, রাজ্য বিধানসভা ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে মুখ্যমন্ত্রীর গড় সম্পত্তির পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। যেখানে ২০২৩-২০২৪ সালে ভারতের মাথাপিছু মোট ন্যাশনাল ইনকাম বা এনএনআই ছিল প্রায় ১,৮৫,৮৫৪ টাকা, সেখানে একজন মুখ্যমন্ত্রীর গড় স্ব-আয় ১৩,৬৪,৩১০ টাকা, যা ভারতের গড় মাথাপিছু আয়ের প্রায় ৭.৩ গুণ। ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১,৬৩০ কোটি টাকা।
অরুণাচল প্রদেশের পেমা খান্ডু ৩৩২ কোটি টাকার বেশি সম্পত্তি নিয়ে দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী, কর্ণাটকের সিদ্দারামাইয়া ৫১ কোটি টাকারও বেশি সম্পত্তি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা, তিনি ১.১৮ কোটি টাকা নিয়ে তালিকার দ্বিতীয় দরিদ্রতম এবং পিনারাই বিজয়ন তৃতীয় স্থানে রয়েছেন। মিঃ খান্ডুর সবচেয়ে বেশি দায়বদ্ধতা রয়েছে ১৮০ কোটি। সিদ্দারামাইয়ার দায়বদ্ধতা ২৩ কোটি টাকা এবং নাইডুর ১০ কোটি টাকারও বেশি।
১৩ জন (৪২ শতাংশ) মুখ্যমন্ত্রী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে বলে ঘোষণা দিয়েছেন, ১০ জন (৩২ শতাংশ) খুনের চেষ্টা, অপহরণ, ঘুষ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন। ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মাত্র দু’জন মহিলা মুখ্যমন্ত্রী- পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবংদিল্লির অতিশী।