প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
বাংলার সমস্ত হাসপাতালে রয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এছাড়াও ন্যায্য মূল্যে সবজি বিক্রির জন্য রয়েছে সুফল স্টল। সফলতার সঙ্গে এগুলি চলছে। আর এবার সেই ধাঁচেই ন্যায্য মূল্যে টাটকা মাছ বিক্রি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের মৎস্য দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ সুফল বাংলা (মৎস্য)’।
সেখান থেকে বাজারদরের তুলনায় অল্প দামেই মাছ কিনতে পারবেন সাধারণ মানুষ।
ন্যায্যমূল্যে মাছ বিক্রি করার পরিকল্পনা আগেই ছিল মৎস্য দফতরের। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পে ছাড়পত্র দিতেই জোরকদমে প্রক্রিয়া শুরু করেছে মৎস্য দফতর। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ৩৫ টি স্টল চালু করে ন্যায্যমূল্যে টাটকা মাছ বিক্রি করা হবে। সেগুলি সফল হলে আগামী দিনে স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে। এই প্রকল্প চালু করার জন্য খরচ ধার্য করা হয়েছে ২ কোটি ৫৩ লক্ষ টাকা।
মাছের দাম নিয়ে সমস্যা নতুন কিছু নয়। বিশেষ করে কোনও উৎসব আসলেই মাছের দাম হু হু করে বেড়ে যায়। খোলা বাজারে মাছের দামে নিয়ন্ত্রণ না থাকায় মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। যদিও আধিকারিকরা জানাচ্ছেন, মাছের একটা বড় অংশ আসে ভিন রাজ্য থেকে। সেই কারণে দামে নিয়ন্ত্রণ থাকে না। তাই এই সমস্যার সমাধানে প্রকল্পটি চালু করতে চলেছে মৎস্য দফতর।
মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ৩৫ টি স্টলকে সফল করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেগুলিতে টাটকা মাছ রাখার পাশাপাশি প্রক্রিয়াজাত মাছের পদ রাখা হবে।
কোথায় খোলা হবে স্টল?
মৎস্য দফতরের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সবজি বিক্রির জন্য সুফল বাংলার যে স্টল রয়েছে তার গায়েই এই স্টল খোলা হবে। এই ৩৫টি স্টলের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ কলকাতায়। সেখানে পাঁচটি, উত্তর কলকাতায় তিনটি স্টল খোলা হবে। এছাড়া, সল্টলেকে একটি ও নিউটাউনে তিনটি স্টল খোলা হবে। জেলাতে মৎস্য দফতরের অফিসগুলিতে এই স্টল খোলার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় যেখানে এই স্টলগুলি বসছে সেগুলি হল- নিউ আলিপুরের ভোলানাথ মুখার্জি ও দেবপ্রিয় বোস বাজার, আয়রন সাইড রোড, দেশপ্রাণ শাসমল রোড, বেচারাম চ্যাটার্জি রোড এবং বেহালার ওডিআরসি হাউজিং এস্টেট।
মানিকতলা মেন রোড, আর কে ঘোষ রোড ও বেলগাছিয়া রোড। সল্টলেকের প্রাণিসম্পদ ভবন এবং নিউটাউনের অ্যাকশন এরিয়া থ্রি, টু-বি এবং সাত্ত্বিকে এই স্টলগুলি বসবে।
জানা গিয়েছে, মৎস্য দফতরের আওতায় নিজস্ব যেসব জলাশয়ে মাছ চাষ হয় সেখান থেকে টাটকা মাছ এনে বিক্রি করা হবে। যদিও মাছের দাম কত রাখা হবে? সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এরফলে আমজনতার সুবিধা হবে বলেই মনে করছেন আধিকারিকরা।