সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা। পরস্পরকে আক্রমণে নেমেছে বিজেপি এবং কংগ্রেস। বিরোধীদের চাপের মুখে পাল্টা কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস এনেছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাবাসাহেব আম্বেদকরকে অপমান করার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মুখোশ খুলে গিয়েছে। সংসদে যেখানে সংবিধানের ৭৫ বছর উদযাপন করা হচ্ছে সেখানে গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে বাবাসাহেব আম্বেদকরকে অপমান করে এই অনুষ্ঠানের মর্যাদা ক্ষুন্ন করা হল। বিজেপি কতটা জাতপাতে ভেদাভেদ করে এবং দলিত বিরোধী, এই ঘটনাই তার প্রমাণ। ২৪০ আসন পেয়েই যদি বিজেপি এই আচরণ করে, তাহলে ৪০০ আসন পেলে তারা কী করত তা সহজেই অনুমেয়। তাহলে হয়তো তাঁরা গোটা ইতিহাসটাই নতুন করে লেখার জন্য বাবাসাহেবের সব অবদানকেই মুছে ফেলত।”
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে বিতর্ক চলাকালীন শাসক বিরোধী তরজায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। গতকাল সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বি আর আম্বেদকরকে নিয়েই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর করে চিৎকার করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এত বার ভগবানের নাম নিলে স্বর্গে ঠাঁই পাওয়া যায়।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য শুধু বাবাসাহেব আম্বেদকরের সম্মানহানি করেনি, তাঁর সঙ্গে সংবিধানের অন্যান্য প্রণেতাদের পক্ষেও অবমাননাকর। বাংলার মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “যে লক্ষ লক্ষ মানুষ বাবাসাহেব আম্বেদকরকে পথপ্রদর্শক এবং অনুপ্রেরণা হিসেবে মানেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে তাঁদেরকেও অপমান করেছেন। কিন্তু যে দল ঘৃণা এবং বিদ্বেষকে ছড়িয়ে দেয়, তাদের থেকে আর এর থেকে বেশি কী আশা করা যায়?”