শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
বাজার কাঁপিয়ে আসছে Honda Activa ইলেকট্রিক স্কুটার! Ola-Ather-কে কঠিন চ্যালেঞ্জ, কবে লঞ্চ ?
আপনি কী Honda Activa-এর ইলেকট্রিক স্কুটারের জন্য অপেক্ষা করে রয়েছেন? তাহলে আপনার জন্য দারুণ আপনার অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই।
Honda-এর জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত স্কুটার Honda Activa শীঘ্রই বৈদুতিক ভার্সনে রাস্তায় ছুটে চলবে।
বাজারে ইতিমধ্যে TVS, Ola, Hero এবং Ather-এর মতো বড় কোম্পানি মানুষের চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। এবার বাজার কাঁপিয়ে Honda দুর্দান্ত ফিচার্স সহ বাজারে তার প্রথম স্কুটার Activa Electric লঞ্চ করতে চলছে।
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স ইভেন্ট চলাকালীন, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া লিমিটেডের সিইও একটি সাক্ষাত্কারে নিশ্চিত করেছেন যে কোম্পানি অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার চালু করার পরিকল্পনা করছে। তবে কিছু কারণে এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করতে কিছুটা দেরি হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে গ্রাহকদের অপেক্ষার অবসান হতে চলেছে কারণ অ্যাক্টিভা বৈদ্যুতিক স্কুটারটি আগামী বছরের মার্চ মাসেই লঞ্চ হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, Honda ব্যাটারি সোয়াপিং টেকনোলজি সহ (Honda e:Swap) এই বৈদ্যুতিক স্কুটারটি লঞ্চ করবে। শুধু তাই নয়, এই স্কুটারটিতে থাকবে উন্নত ফিচার্স এবং দুর্দান্ত ড্রাইভিং রেঞ্জ।
অফিসিয়াল লঞ্চের পর, Honda কোম্পানির এই প্রথম বৈদ্যুতিক স্কুটারটি বাজাজ চেতক ছাড়াও Ather Rizta এবং TVS iQube-এর মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে কঠিন প্রতিযোগিতার আসরে নামবে।