রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
আরজি কর-কাণ্ডের উত্তাল সময়ে এবার টালমাটাল অবস্থা টলিউডে। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে তোলপাড় গোটা ইন্ডাস্ট্রি। ডিরেক্টর্স গিল্ড ইতিমধ্যেই অরিন্দমকে সাসপেন্ড করেছে। তবে এই ঘটনা আরও একবার সামনে এনেছে টলিউডের অন্ধকার দিক। শ্রীলেখা মিত্রের বিস্ফোরক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তাঁর দাবি, শুধুমাত্র পরিচালক নয়, বহু অভিনেত্রীও কাজের সুযোগ নিতে নিজের আগ্রহ দেখিয়েছেন।
শ্রীলেখা মিত্র আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি জানান, “অরিন্দম শীলের সঙ্গে আমি মাত্র একটি কাজ করেছি-’স্বাদে আহ্লাদে’। তার পরে আর কোনো কাজ পাইনি। তবে ওর পরিচালনায় কাজ করা বেশ কিছু অভিনেত্রীর অভিজ্ঞতা আলাদা হতে পারে। অনেকের সম্পর্কও ছিল ওর সঙ্গে, নিন্দুকেরা তো তা বলে থাকে।”
অরিন্দমের বিরুদ্ধে শট বোঝানোর সময় অশালীন আচরণের অভিযোগ ওঠে, যদিও শ্রীলেখা নিজে এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হননি।
তবে তাঁর আরও একটি বিস্ফোরক দাবি, সবসময় কেবল পুরুষরাই দোষী নয়। অনেক সময় অভিনেত্রীরাও কাজ পাওয়ার জন্য সুযোগ নেন। শ্রীলেখার মতে, “অনেক সময় মেয়েরাও আগ্রহ দেখান কাজের জন্য। পুরুষদের দোষ দিলেই সব মিটে যায় না।”
এই মন্তব্য টলিউডে বিতর্কের সৃষ্টি করেছে। অতীতে শ্রীলেখা ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু তাঁকে ‘ভিক্টিম সাজা’ বলে কটাক্ষ করা হয়েছিল।