সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তা ঠিক আগেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামের অন্তর্গত জেলিং হামে বিপুল অংকের বিনিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
নন্দীগ্রামের জেলিংহ্যামে তৈরি হবে অত্যাধুনিক মানের শিপ বিল্ডিং হাব বা জাহাজ নির্মাণ কেন্দ্র।
গোটা প্রকল্পের জন্য প্রাথমিকভাবে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে বলে তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
₹2,000 Crore Shipbuilding Hub in Jellingham, Nandigram!
Big news for Bengal! The Central Government has brought investments ₹2,000 crores to develop a state-of-the-art shipbuilding and repair facility in Jellingham, Nandigram, on a massive 5,65,848 sq. meter land parcel.
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ খবর জানিয়ে বলেন, বাংলার জন্য দারুন খবর। নন্দীগ্রামের জেলিংহামে ৫ লক্ষ ৬৫ হাজার ৮৪৮ বর্গমিটার জায়গার উপরে অত্যাধুনিক মানের স্টেট অফ দি আর্ট জাহাজ নির্মাণ কেন্দ্র তৈরির জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
পূর্বতন কলকাতা বন্দর বা বর্তমান শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের সম্প্রসারণের একটি অংশ হিসেবে নন্দীগ্রামে জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে ওঠে সেখানে কর্মসংস্থান হবে কয়েক হাজার।
মূলত দুটি ভাগে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। প্রথমভাগে ড্রেজার ইনল্যান্ড ভেসেল বা ছোট ছোট জাহাজ তৈরি ও সারানোর কাজ হবে।
দ্বিতীয় স্তরে বড় আকারের পানামাক্স ভেসেল তৈরি এবং মেরামতের পাশাপাশি বড় জাহাজ তৈরির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের।
বাংলার বিভিন্ন প্রান্তের উন্নয়নের ও রাজনৈতিক খবর জানার জন্য পড়ুন : www.kolkatasaradin.com

তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয় করে নয় বেসরকারি বিনিয়োগের উপরে ভরসা করেই সমুদ্র তীরবর্তী অঞ্চলের সৌন্দর্যায়ন এবং রাজস্ব বৃদ্ধির বিষয় নজর দিতেই এই প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার।