সুমন তরফদার। কলকাতা সারাদিন।
কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ নিরীহ পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের পরে ভারতীয় সেনাবাহিনী যেভাবে অপারেশন সিঁদুর চালিয়ে যোগ্য জবাব দিয়েছে তার প্রেক্ষিতে সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর প্রস্তাব আসছে বাংলার বিধানসভায়। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব আনছে মমতার সরকার।
তার আগেই আগামী শনিবার ও রবিবার রাজ্যের সর্বত্র এবং বাংলার বাইরেও বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সীমান্তে দেশ রক্ষায় গিয়ে শহীদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন মমতা।
আজ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, জুন মাসের ৯ তারিখ থেকে গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তা দুই আড়াই সপ্তাহ চলতে পারে। রাজ্যপালের থেকে একটি বিল আসবে। এছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
পাশাপাশি বাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে। নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে।