সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বাংলায় ফের বিপুল বিনিয়োগ। আগামী মাসেই নিউটাউনের বুকে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। গোটা পৃথিবী থেকেই শিল্পপতি এবং তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার কর্ণধারেরা আসবেন কলকাতায়।
তার আগেই ভারতের প্রথম সারির সার উৎপাদন সংস্থা ম্যাটিক্স ফার্টিলাইজারস সিদ্ধান্ত নিয়েছে বাংলায় আরো অন্তত সাড়ে সাত হাজার কোটি টাকা বিনিয়োগ করে সার উৎপাদন ক্যাপাসিটি বাড়ানোর।
দুর্গাপুরের কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছে রাজ্য শিল্প উন্নয়ন দপ্তর, সেখানেই নিজেদের প্ল্যান্ট তৈরি করেছিল ম্যাট্রিক্স ফার্টিলাইজারস।
সংস্থার চেয়ারম্যান নিশান্ত কানোড়িয়া জানিয়েছেন ইতিমধ্যেই পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্লান্টে বাৎসরিক শার উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তা পূর্ণ হয়ে গিয়ে উদ্বৃত্ত উৎপাদনের জায়গায় পৌঁছে গিয়েছে সংস্থা।
ধার্য লক্ষ্যমাত্রার তুলনায় ১১৮ শতাংশ উৎপাদন ক্ষমতায় পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চাহিদার ভিত্তিতে আমরা উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকারি অনুমোদন চলে এলেই আগামী ৩০ মাস বা আড়াই বছরের মধ্যে নতুন লক্ষ্য মাত্রায় পৌঁছানো সম্ভব হবে। ১.২৭ মেট্রিক টন লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে পানাগর প্ল্যান্ট থেকে উৎপাদন হচ্ছে প্রায় ১.৫০ মেট্রিক টন। প্ল্যান্টের কাজ নতুন করে বাড়ানো সম্ভব হলে এই উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে প্রায় দ্বিগুণ।”
প্রসঙ্গত ভারতের ইউরিয়া সার উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে মাটিক্সের। গোটা দেশে প্রত্যেক বছর যে পরিমাণ ইউরিয়া বিক্রি হয় তার প্রায় পাঁচ শতাংশ অংশ অংশীদার ম্যাট্রিক্স ফার্টিলাইজার। শুধু তাই নয় গোটা পূর্ব ভারতে বিক্রি হওয়া ইউরিয়া সারের মধ্যে প্রায় কুড়ি শতাংশই ব্যবসা নিজেদের দখলে রেখেছে ম্যাট্রিক্স ফার্টিলাইজারস।
7500 Crores investment in Bengal : Matix Fertilizers plans to invest Rs 7500 Crore for the upcoming brownfield expansion of their fertilizer & chemicals plant in Durgapur