কলকাতার একটি নামী সরকারি হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি চেম্বার থেকে ভুয়ো চিকিৎসক অনুপম বোস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ।
ধৃতের বিরুদ্ধে পুলিশ ৩১৯(২)/৩১৮/৩৫১ (১) বিএন এস ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে বৃ্হস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহারের কোতয়ালি থানার বাসিন্দা অনুপম বোস নামে ওই যুবক চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নং ভাঁড়িয়ে বিভিন্ন জায়গায় চেম্বার করে রুগী দেখত।
সেইরকম আমতার একটি ওষূধের দোকানের চেম্বারে বসতেন অনুপম। চেম্বারের বাইরে চিকিৎসক হিসাবে ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নং লেখা থাকত। এই বছর জানুয়ারি মাসে ইন্দ্রনীল বোসের এক বন্ধুর নজরে আসে বিষয়টি। তিনি ওই চিকিৎসককে বিষয়টি জানালে তার নাম ও রেজিস্ট্রেশন নং ভাঁড়ানোর বিষয়টি সামনে আসে। আর এরপরেই তিনি অভিযুক্ত যুবকের নামে চন্দ্রপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত অনুপম বোস আমতায় আসা বন্ধ করে দেয়। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রপুর ফাঁড়ির পুলিস বসিরহাটের একটি চেম্বারে রুগী সেজে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ সূত্রে খবর ধৃতের কাছ থেকে ভুয়ো নাম ও রেজিস্ট্রেশন নং লেখা লেটার হ্যাড উদ্ধার করা হয়েছে। কি কারণে ওই যুবক ভুয়ো নাম ও রেজিস্ট্রেশন নং ব্যবহার করছিল পুলিস তদন্ত করে দেখছে।