সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বাংলায় ফের বিপুল বিনিয়োগ। চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেই আভাস পাওয়া গিয়েছিল বাংলায় রিয়েল এস্টেট ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন শিল্পপতিরা।
আগামী কয়েক বছরের মধ্যে বাংলায় শুধুমাত্র হোটেল ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অন্তত পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর এই সম্ভাবনার মধ্যেই শিলিগুড়িতে বিপুল বিনিয়োগে পূর্ব ভারতের মধ্যে নিজেদের প্রথম বিলাসবহুল মেমেন্টোস হোটেল তৈরীর ঘোষণা করল ভারতীয় হোটেল ও হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রথম সারির সংস্থা আইটিসি হোটেলস লিমিটেড।
শিলিগুড়ির অদূরে আইটিসি হোটেলসের লাক্সারি ব্র্যান্ড মেমেন্টোজ তৈরি করবে এই বিলাসবহুল রিসর্ট।
ভারতের আইটিসি হোটেলসের লাক্সারি ব্র্যান্ড মেমেণ্টোজের এটা চতুর্থ প্রজেক্ট।
জানা গিয়েছে শিলিগুড়ির অদূরে দাগাপুর টি স্টেট মোট প্রায় ৭১ সবুজে ঘেরা চা বাগানের মধ্যে প্রায় ২২ একর জায়গা নিয়ে গড়ে উঠতে চলেছে। মেমেন্টোজ রিসর্ট। আগামী ২০২৯ সালের মধ্যেই গোটা প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়া হবে বলে আইটিসি সূত্রে জানা গিয়েছে।
The resort, located within the 700-acre Dagapur Tea Estate, will span 22 acres and is expected to open to guests in 2029.
জানা গিয়েছে শিলিগুড়ির অদূরে আইটিসি হোটেলসের নব তম এই লাক্সারি রিসর্টে থাকবে অন্তত ১৮০ বিলাস বহুল রুম, কায়াকল্প স্পা, বিজনেস মিটিং এর জন্য ব্যাংকোয়েট কনভেনশন সেন্টার এক্সিবিশন হল ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য বিশেষ ব্যবস্থা।
আইটিসি হোটেলস এর ম্যানেজিং ডিরেক্টর অনিল চাড্ডা এ প্রসঙ্গে জানান, "পূর্ব ভারতে আইটিসি হোটেলস এই রিসোর্ট তৈরি করে বিলাসবহুল লাইফ স্টাইলের নতুন দিশা দেখাবে। পর্যটনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যটকদের পছন্দের তালিকায় এখন উঠে এসেছে একের পর এক ইউনিক ডেস্টিনেশন এবং বিলাসবহুল থাকার ব্যবস্থা। তার পাশাপাশি গোটা পূর্ব ভারতে ডেস্টিনেশন ওয়েডিং এর জন্যও আদর্শ গন্তব্য হয়ে উঠতে চলেছে আইটিসি মেমেন্টোজ।"

Anil Chadha, Managing Director, ITC Hotels, said, “The signing marks Mementos by ITC Hotels’ foray into Eastern India. Domestic tourism has been on the rise with travellers wanting to experience destinations that offer unique immersive stays. This project will be a defining moment for hospitality, especially in the wedding segment for the eastern region.”

Basant Berlia, Group Managing Director, LR Berlia Group, added, “We are excited to have signed Mementos by ITC Hotels Siliguri with ITC Hotels Limited. It is a matter of pride for us to develop this luxury resort in West Bengal. We are confident that this development will play a pivotal role in elevating the region’s tourism and hospitality landscape.”