সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাখা বক্তব্য বিধানসভার বাইরে এসে বিকৃত করার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীনতার ভঙ্গের নোটিস দিচ্ছে তৃণমূল পরিষদীয় দল।
অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মিথ্যাচার করেছেন তিনি। বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন। এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে ৮ বার প্রিভিলেজ মোশন আনা হল।
বুধবার এনিয়ে বিধানসভার রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলে বসেন, “পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শাহবাজ শরিফও পাকিস্তানের এত প্রশংসা করেন না। পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গিয়েছেন। আপনি নরেন্দ্র মোদি, অমিত শাহকে ছোট করছেন।” তাঁর এহেন বিবৃতির পরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। যার প্রেক্ষিতে আগামিকাল ব্যবস্থা নেওয়া হবে ববে জানিয়েছেন স্পিকার।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি অধ্যক্ষ হিসাবে প্রস্তাব এনেছিলাম। শুভেন্দু অধিকারী বলছেন সিএম পাকিস্তানের সুরে কথা বলছেন। আমি আহত হলাম। বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে। এটা নিয়ে প্রিভিলেজ জমা পড়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামিকাল রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”