রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
দক্ষিণের সীমা ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও নিজের ছাপ প্রতিষ্ঠা করেছেন তামান্না ভাটিয়া।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হয়েও বলিউডে বেশ সাড়া ফেলেছেন তামান্না ভাটিয়া। অভিনয়ের চেয়ে ইদানিং আইটেম গার্ল হিসেবেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
তিনি যে সিরিজে অভিনয় করে সর্বাধিক চর্চিত হয়েছেন, সেই সিরিজের নাম ‘লাস্ট’। লাস্ট-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যৌনকামনা।
এই সিরিজের এই প্রথম নিজের এতদিনের শর্ত ভেঙেছেন তামান্না। অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তামান্না এও জানিয়েছেন, যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তাঁর।

গত বছর তামান্না চমকে দেন অ্যামাজন প্রাইমের সিরিজ ‘জি করদা’ দিয়ে।
এতে তামান্না ভাটিয়াকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়, এমনকি একটি দৃশ্যে তাঁকে ‘টপলেস’ হতেও দেখা গেছে। চেনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে যান তাঁর ভক্তরা।
পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হত তাঁকে। তাঁর কথায়, “আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম।
কেরিয়ারেরও এক দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হত আমায়। আমার কোনও ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি।”
তিনি আরও যোগ করেন, “আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।”
Palak Tiwari : খোলামেলা বিকিনিতে শুধুই শরীরী মাদকতা, এই বলিউড সুন্দরীর প্রেমেই নাকি মজেছেন সইফপুত্র
আজ কি রাত … আইটেম গানে তামান্নার শরীরি নেশায় এখনো বুঁদ গোটা দেশ। কালো বডিহাগিং পোশাকে খোলামেলা নাচের জন্য চরম ট্রোলের মুখেও পড়তে হচ্ছে তাঁকে।
দক্ষিণী অভিনেত্রীর ‘আজ কি রাত’ গানে নেচে মত্ত এখন আট থেকে আশির সবাই। কিন্তু জানেন কি এই এক আইটেম গানের তালে কোমর দোলাতে কত পারিশ্রমিক নিয়েছেন তামান্না?
শুধু মাত্র ‘আজ কি রাত’ গানে নাচার জন্য তামান্না ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যেখানে ‘স্ত্রী’ সিনেমার প্রথম কিস্তির আইটেম সং ‘কামারিয়া’র জন্য নোরা ফাতেহির পারিশ্রমিক ছিল মাত্র ২৫ লক্ষ টাকা! অর্থাৎ এক আইটেম গানে নাচতে নোরার তুলনায় ৩০০ শতাংশ বেশি পারিশ্রমিক নিলেন তামান্না।

অশ্লীল কমেন্ট করে একজন লিখেছেন, “ইয়ে শা.. কোকেন হ্যায়… কোকেন…”
তবে নিজের শরীরকে তামান্না ভাটিয়া নিজে নিজেই ভীষণ ভালোবাসেন।
কী ভাবে নিজেকে ও নিজের শরীরকে ভালবাসতে শিখেছেন, প্রকাশ করলেন অভিনেত্রী। প্রতিটি দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করেন এবং নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তমন্না। এই অভ্যাসই নিজের শরীরকে ভালবাসতে শিখিয়েছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তমন্না বলেন, “আমি আমার নিজের শরীরকে ভালবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।”

শরীরকে ভালবাসার কথা এর আগেও তমন্না বলেছেন। এক সময়ে খুবই ক্ষীণদেহী ছিলেন অভিনেত্রী।

সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, “একটা সময়ে আমি ভাবতাম, রোগা হলেই সুন্দর দেখতে লাগে। কিন্তু পরে বুঝলাম, আমার সত্যিই এর থেকে কোনও ভাল অনুভূতি হয় না। আসলে রোগা হওয়ার সঙ্গে ভাল অনুভূতির কোনও সম্পর্কই নেই।”