প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
শীতের মরসুমে ঘুরতে যাবেন না তাই এবার হয় নাকি। তাছাড়াও শীতকালে কিন্তু লম্বা ছুটি পান অনেকেই। তার ওপর আবার আসছে নতুন বছর। পয়লা জানুয়ারিতে কিন্তু আপনি আপনার পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন।
তাই নতুন বছরে কোথায় ঘুরতে যাবেন, তা যদি এখনও ঠিক না করেন, তাহলে কিন্তু এই অফবিট ডেস্টিনেশন আপনি পা রাখতেই পারেন।
দেখুন তার মধ্যে কোন কোন জায়গা পড়ছে। এখানে গেলে আপনি শান্তি খুঁজে পাবেনই। তাছাড়াও এখানকার সংস্কৃতি দেখে আপনি মুগ্ধ হবেনই। আবার অনেকে একা ঘুরতে যেতে পছন্দ করেন, তারাও কিন্তু এখানে যেতে পারেন।
উত্তরাখণ্ডের ল্যান্সডাউন
উত্তরাখণ্ডের ল্যান্সডাউনের সৌন্দর্য যে অসাধারণ যা ভাষায় বর্ণনা করা কঠিন। শুধু তাই নয়, এখানকার শান্তিপূর্ণ পরিবেশের জন্যই কিন্তু পর্যটকের এখানে আসেন। এখানে গেলে আপনি যে শুধু সবুজ উপত্যকা দেখতে পাবেন, তা কিন্তু নয়। পাহাড়ের কোণে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য কিন্তু অসাধারণ একটি জায়গা। পউড়ি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা।
হিমাচল প্রদেশের মালানা
হিমাচল প্রদেশের কুলু জেলার পাহাড়ি গ্রাম মালানা রয়েছে। এখানকার ঐতিহ্য থেকে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে গেলে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আপনি রোমান্টিক ভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়াও আপনি যদি একা যেতে চান তাহলেও কিন্তু ঘুরতে খারাপ লাগবে না আপনার।
কর্ণাটকের গোকর্ণ
কর্ণাটকের গোকর্ণের নাম নিশ্চয়ই শুনেছেন। সমুদ্র সৈকত দেখতেই সকল পর্যটক এখানে আসেন। তাছাড়া এখানে ওম বিচ এবং হাফ মুন বিচ রয়েছে। এখানে যেতে কিন্তু একদম ভুলবেন না। যদি আপনি সারা বছর কাজের চাপে ক্লান্ত থাকেন এবং তা কাটাতে চান তাহলে অবশ্যই এই জায়গায় ঘুরে আসতে পারেন। একাও আপনিও এই জায়গায় ঘুরতে পারবেন।
মেঘালয়ের মাওসমাই গুহা ট্রেক
যদি আপনি ভাবেন যে মেঘালয় ঘুরতে যাবেন, তাহলে নতুন বছরে মেঘালয়েরমাওসমাই গুহা ট্রেক দেখতে একদমই ভুলবেন না। এখানকার শোভা কিন্তু অত্যন্ত সুন্দর।
তাছাড়া আবহাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার।
হিমাচল প্রদেশের স্পিতি
শীতকালে হিমাচল প্রদেশের স্পিতির শোভা কিন্তু আরও বেড়ে যায়। যারা অ্যাডভেঞ্চার প্রেমী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই মরসুমে এখানে ঘুরতে আসবেন। বরফে ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশে এলে আপনার আর কিন্তু বাড়ি ফিরে যেতে ইচ্ছা করবে না।
অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি
যারা ভ্রমণপিপাসু তারা কিন্তু অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি শান্ত পরিবেশে একবার হলেও এই মরসুমে ঘুরে আসবেন। এখানে এলে মেঘনা গুহা মন্দির, কিলো পাখো, জিরো পুটো অবশ্যই ঘুরে দেখবেন।
রাজস্থানের পুষ্কর
রাজস্থান ঘুরতে যেতে চাইছেন, তাহলে বছরের শুরুতেই ঘুরে আসুন এখানে। এখানে ওণেক রকমে হ্রদ রয়েছে। তাছাড়া ব্রহ্মার মন্দির রয়েছে, এখানে গিয়ে আপনি আপনার মনোবাসনা জানাতে পারেন। কথিত আছে, এই ব্রহ্মার মন্দিরে যে ব্যক্তি তার মনস্কামনা করেন তা কিন্তু খুব সহজেই পূর্ণ হয়।