সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কলকাতার পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিয়েই গত ১৯ সেপ্টেম্বরও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। রবিবার ফের আচমকাই আরজি কর হাসপাতালে হাজির হলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে সিপি-র আরজি কর হাসপাতালে যাওয়া তাৎপর্যপূর্ণ।
এদিন হাসপাতালে ঢুকে প্রথমে তিনি চলে যান জরুরি বিভাগে এবং প্রসূতি বিভাগে। আর সেখান থেকে সেমিনার কক্ষে। নিরাপত্তায় থাকা পুলিশ কর্মী এবং সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথাও বলতে দেখা যায় পুলিশ কমিশনারকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে প্রায় ১৫ থেকে ২০ মিনিট জরুরী বিভাগে ছিলেন মনোজ ভার্মা। অন্যান্য কিছু বিষয় তিনি খতিয়ে দেখেন। তবে এরআগে দায়িত্ব নেওয়ার পর দুবার এলেও এই প্রথমবার তিনি এতটা সময় ধরে হাসপাতালে ঘুরলেন।
সিপি হওয়ার পরও আরজি কর হাসপাতালে গিয়ে নিরাপত্তার বন্দোবস্ত দেখেছিলেন মনোজ। কথা বলেছিলেন হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে। সেদিনও সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন, তাঁদেরকে নিয়েও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছিলেন। আজ পুলিশের আধিকারিকদের নিয়ে হাসপাতালের বিভিন্ন বিল্ডিং ঘুরে দেখেন সিপি।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে নিরাপত্তার বন্দোবস্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সিসিটিভি বসানোর বিষয়টিও উঠে এসেছিল।
শুধু আরজি কর হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস জুনিয়র চিকিৎসকদের দিয়েছিল রাজ্য সরকার। তারই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর পরিবারের হাতে নিগৃহীত হন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
সেই ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালে চলছে কর্মবিরতি। রাজ্য সরকারকে আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডেডলাইন দিয়ে কাল বিকেল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।