পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বন দফতরের নয়াবসত রেঞ্জ এলাকায় প্রায় ২২ টি হাতি ঢুকে চাষের জমিতে তান্ডব চালিয়ে কয়েক বিঘা জমির ধান ও সবজি চাষের ক্ষতি করেছে।
সেই সঙ্গে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। বৃহস্পতিবার ওই হাতির দল টি স্থানীয় রাস্তার উপর দাপিয়ে বেড়ায়। যার ফলে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কালী পূজার দিন এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ানোর ফলে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কা করছেন। গ্রামবাসীরা বিষয়টি বন্ধ দপ্তর কে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজর দারি শুরু করেছে।
সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসন্তীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও জঙ্গল এলাকার রাস্তা দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতেও সন্ধ্যার সময় নিষেধ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে।