গভীর রাতে খাবারের সন্ধানে বন দফতরের পুকুরিয়া বিট এর অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের বাঘুয়াদাম গ্রামে ঢুকে পড়ে একটি দল ছুট দাঁতাল হাতি। ওই গ্রামে ঢুকে হাতিটি ওই গ্রামের বাসিন্দা দিলীপ মাহাতোর বাড়িতে তান্ডব চালায়। তখন বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন দিলীপ মাহাতো সহ তার পরিবারের লোকেরা।
বাড়িতে হাতি ঢুকে পড়েছে বলে জানতে পেরে তিনি পরিবারের সকলকে নিয়ে কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ওঠেন এবং হাতির হামলার হাত থেকে দিলীপ মাহাতো ও তার পরিবার প্রাণে বেঁচে যায়।
এর গ্রামবাসীরা একজোট হয়ে ওই হাতি টি কে গ্রাম থেকে প্রায় দুই ঘন্টার চেষ্টায় স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। তবে হাতি টি দিলীপ মাহাতোর বাড়ি টি ভেঙে দেয়। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতর কে জানানো হয়। বন দফতর এর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে শুক্রবার বিকালে ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে ধান চাষের জমিতে দাবিয়ে বেড়ায় রামরাল নামক একটি হাতি। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রামলাল ধানচাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে কয়েক বিঘা জমির ধান চাষ নষ্ট করে দিয়েছে বলে ওই এলাকার বাসিন্দারা জানান। খবর পেয়ে ঘটনা স্থলে এসে রামলাল নামক হাতি টি কে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায় বন বিভাগের কর্মীরা।