ন্ডিপুরের মাদারল্যান্ড নামের একটি বেসরকার্যি নার্সিংহোমে বামুনআড়া গ্রামের একটি প্রসুতীকে ভর্তি করা হয়। শনিবার বিকেল ৪টা নাগাদ নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় শিশু ডেলিভারি হয়েছে।
তবে সদ্যোজাত শিশুর অবস্থা সংকটজনক। তাকে তমলুকে জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে।পরবর্তীকালে দেখা যায় এই শিশুর মৃত্যু হয়েছে।
রোগীর পরিজনদের অভিযোগ অনেক আগেই শিশুর মৃত্যু হয়েছে কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ খবরটি গোপন করেছে।
এই নিয়ে উত্তেজনা ছড়ায়। শুরু হয় বচসা।উত্তেজনা উঠে চরমে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চন্ডিপুর থানার পুলিশ আসে। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষন পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।