শোভন গায়েন। কলকাতা সারাদিন।
জোরকদমে কাজ চলছে দুর্গাপুজোর প্রস্তুতির। মণ্ডপ তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা-সব কাজই এখন শেষের পর্যায়ে বড় দুর্গাপুজো কমিটিগুলির। তবে এবারের দুর্গাপুজো উদ্বোধনে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই খবর এখন চাউর হয়ে গিয়েছে। যদিও শাহী সফর কবে, কোন দুর্গাপুজোর উদ্বোধনকে কেন্দ্র করে হবে তার সূচি এখনও চূড়ান্ত হয়নি।
তবে তিনি আসবেন বলে সূত্রের খবর। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জেরে রাজ্যজুড়ে আন্দোলন চলছে।
এই আবহে বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটি এবার রাজ্য সরকারের অনুদান ৮৫ হাজার টাকা না নেওয়ার কথা জানিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার অপরাজিতা বিল এনেছে বিধানসভায়। ফাঁসির দাবিতে রাস্তায় নেমে মিছিল করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। জুনিয়র ডাক্তারদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছে। আর এবার সকলকে উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে বিষয়টি এখন বিচারাধীন। তদন্ত করছে সিবিআই। এই আবহে নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে অমিত শাহ বলেছেন, ‘কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করতে আগেও গিয়েছি। এবারেও যাব। কোন দুর্গাপুজো উদ্বোধন করব, সেটা এখনও ঠিক হয়নি।’
২০২৩ সালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যার রামমন্দিরের অনুকরণে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করেছিল সন্তোষ মিত্র স্কোয়ার। সেই মণ্ডপ দেখতে ব্যাপক ভিড় করেছিল বাংলার মানুষজন। কলকাতায় যতগুলি বড় দুর্গাপুজো হয় সেগুলির মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার একটা নাম। আর এখানের কর্তা হলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি ইঙ্গিত দিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রেক্ষিতে এই বছর তাঁদের দুর্গাপুজোয় প্রতিবাদের বার্তা থাকবে। মার্কিন মুলুকের লাস ভেগাসের স্ফিয়ার এরিনার আদলে এবারের দুর্গাপুজো মণ্ডপ হচ্ছে।
যদিও বঙ্গ-বিজেপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন এই বছর দুর্গাপুজোর মধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবেন। তার জন্য নেওয়া হচ্ছে একগুচ্ছ কর্মসূচি। সুতরাং দুর্গাপুজোর সময় বিজেপি নেতাদের সেক্ষেত্রে ছুটি বাতিল হয়ে যাচ্ছে।
এই বিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার ধর্মতলায় অবস্থান মঞ্চ থেকে নানা কর্মসূচি ঘোষণা করে বলেছেন, ‘দুর্গাপুজোর সময়ে বুক স্টল তৈরি করা হবে। সেই বুক স্টলে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রতিবাদের বার্তা থাকবে। জাস্টিস চেয়ে সই সংগ্রহ করা হবে।’