সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে ১১ দিনের অবস্থান বিক্ষোভের খরচ নিয়ে পুলিশ এবং ডেকরেটর্সের কাছে তথ্য এসেছে, যা দেখে তাঁদের চোখ কপালে উঠেছে। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে প্রায় ৫০ লক্ষ টাকার খরচ হয়েছে, যা বিগ বাজেটের পুজোকে হার মানিয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের মধ্যে ছিল এলাহি খাওয়া-দাওয়া, যেখানে বিরিয়ানি, চিকেন চাপ, মিক্সড ফ্রায়েড রাইস, ফ্রুট জুস ও মিষ্টি ছিল।
অবস্থানকারী চিকিৎসকদের দাবি, সুষ্ঠু ব্যবস্থা না থাকায় খরচের দায়িত্ব সাধারণ মানুষের উপর পড়েছে। জানা গেছে, আন্দোলনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর খরচের একটি বিশদ তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিনের খাবারের জন্য প্রায় ২ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, এবং এর বেশিরভাগটাই সাধারণ মানুষের অনুদান।
পুলিশ ও ডেকরেটর্স সূত্রে জানা যায়, অবস্থানের জন্য ত্রিপলের ছাউনি ও মঞ্চ বাবদ প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা খরচ হয়েছে। বড় জেনারেটরের ভাড়া এবং তেল খরচও বিপুল পরিমাণ। দুইটি বড় জেনারেটরের ভাড়া দিনে ১৪ হাজার টাকা এবং ১১ দিনে এই খরচ হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার টাকা। এছাড়া চারটি মাঝারি জেনারেটরের ভাড়া এবং তেলের খরচ মিলে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকারও বেশি।
জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, আন্দোলনের খরচের অনেকটাই সাধারণ মানুষের সাহায্যে গঠিত তহবিল থেকে মেটানো হচ্ছে। আন্দোলনের উদ্দেশ্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকদের দাবি আদায় করা।