সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
হাওড়ার শালিমার থেকে নিউটাউন পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হলো। সোমবার নতুন ওই বাসরুটের সূচনা হয়। সৌজন্যে রাজ্য সরকার।
জানা গেছে, ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন এই রুটে বাস চলবে। আপাতত রোজ ১০টি বাস চলাচল করবে বলে জানা গেছে।
যাত্রী সংখ্যা বাড়লে আরও অতিরিক্ত বাস দেওয়া হবে। শালিমার স্টেশন থেকে ছেড়ে শিবপুর মন্দিরতলা, রবীন্দ্রসদন, এক্সাইড, ধর্মতলা, মৌলালি, শিয়ালদহ, বেলেঘাটা, চিংড়িঘাটা, সেক্টর ফাইভ, কলেজ মোড় হয়ে নিউটাউন ও হাতিশালা পর্যন্ত যাবে বাসটি। শালিমার থেকে নিউটাউন পর্যন্ত ৩৮ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
মূলত হাওড়ার শালিমার থেকে চেন্নাই সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ট্রেন ছাড়ে। এতদিন শালিমার স্টেশনে যাতায়াত করতে খুবই সমস্যায় পড়তে হত যাত্রীদের। এই বাস চালু হওয়ায় এখন থেকে সরাসারি যাত্রীরা স্টেশনে পৌঁছে যেতে পারবেন।