রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
কোচবিহারের মেয়ে মৌনি রায়। বিনোদন জগত ১৭ বছরের সফর পার করে ফেলেছেন এই বাঙালি কন্য়ে। অক্ষয় কুমারের নায়িকা, স্ক্রিন শেয়ার করেছেন রণবীর-আলিয়াদের সঙ্গে, ছোটপর্দার অন্যতম হিট নায়িকা। তিনি একতা কাপুরের অরিজিন্যাল নাগিন!
আপামর ভারতবাসীর কথা আপাতত তোলা থাক, শুধু বাঙালিকে নিয়েই যদি কথা বলতে হয়, স্বীকার করে নিতেই হবে যে মৌনি রায় তার বড় আদরের, বড় পছন্দের অভিনেত্রী। না হওয়ার কোনও কারণও নেই।
সেই কবে থেকে একটা কাপুরের কিঁউকি সাস ভি কভি বহু থি ধারাবাহিকের সৌজন্যে সবার মনে জায়গা করে নিয়েছেন মৌনি। যত দিন গিয়েছে, সেই জায়গা আরও পোক্ত হয়েছে।
সে সাজেই হোক কী অভিনয় দক্ষতায়। এই তো, সবে পেরিয়ে আসা দুর্গাপুজোয় যখন বড় বড় বিজ্ঞাপনের ব্যানারে মুখ ঢেকেছিল শহর, সেই সময়েও বিশেষ আলোচনার কারণ হয়ে উঠেছিলেন মৌনি কলকাতারই এক ফ্যাশন ব্র্যান্ডের আইকন হিসাবে।
এবার, সেই আলোচনা আরও জোরদার। কারণ মৌনির সাজ।
তাঁকে দেখে চমকে উঠেছেন সকলে। বয়স যেন দিন দিন কমেই চলেছে মৌনির। সেই সঙ্গে ত্বক হয়ে উঠছে মোমের মতো নিখুঁত মসৃণ।
তাঁর অনুরাগীর সংখ্য়া তাক লাগায়। সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারস বিকিনিতে আগুন ঝরান তিনি। অথচ কেরিয়ারের শুরুতে মোটেই এমন দেখতে ছিলেন না মৌনি। নিজেকে বদলেছেন, গ্রুম করেছেন। তাঁর বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগও রয়েছেন। অনেকেই প্লাস্টিক-সুন্দরী বলেও মৌনিকে কটাক্ষ করে থাকেন। দীর্ঘ কেরিয়ারে মৌনিকে কম স্ট্রাগলের মুখে পড়তে হয়নি। রিজেকশন সহ্য করেছেন, শরীর নিয়ে কটাক্ষ হজম করেছেন। তবে ভেঙে পড়েননি।
মৌনি যখন টেলিভিশন ছাড়েন, তখন হিন্দি টেলিভিশনের হাইয়েস্ট পেইড নায়িকা ছিলেন তিনি। নিশ্চিত মাস মাইনে ভুলে অনিশ্চয়তার পথে হাঁটা সহজ ছিল না।
ইন্ডিয়া টু-কে মৌনি বলন, ‘টেলিভিশন আমাকে সবকিছু দিয়েছে। আমি আজ যা কিছু পেয়েছি, সবটাই টেলিভিশনের জন্য। আমি এর জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। যখন সিদ্ধান্ত নিলাম সিনেমা করব, ভাবলাম, এখন না হলে আর কবে?’ অক্ষয়ের গোল্ডে বাঙালি কন্যের চরিত্রেই অভিনয় করেছিলেন মৌনি।
কিছুদিন আগেই সাগর বেলা থেকে একাই লেন্সবন্দি হয়েছিলেন নায়িকা (Mouni Roy in Miami beach)৷
মৌনিকে দেখা গিয়েছিল মাল্টি কালার হট বিকিনিতে ৷ ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, সমুদ্র থেকে জলপরীর মতো উঠে আসছেন মৌনি ৷ সিক্ত বসনা নায়িকাকে দেখে বুধবার সকাল সকাল ঘুম উড়েছে নেটপাড়ার ৷ তাঁর স্টাইলিশ রোদচশমা আর খোল চুলও নজর কেড়েছে সকলের ৷
তাঁর পোস্ট ইনস্টাগ্রামে আপডেট হতে না-হতেই মন্তব্যের ডালি উপচে দিয়েছেন তাঁর ফ্য়ানেরা ৷ বি-টাউনও বাদ পড়েনি ৷
দিশা পাটানি, জারা খান এবং দ্রষ্টি ধামি-সহ আরও অনেকেই মন্তব্য করেছেন এই পোস্টের নীচে ৷
দিশা লিখেছেন, ‘সো হট’ ৷ অন্যদিকে জারা লিখেছেন, ‘মৌনি তুমি তো সমুদ্রে আগুন লাগিয়ে দিয়েছ’ ৷ নেটিজেনদের একজন লিখেছেন, ‘লুকিং হট ৷ সমুদ্রের জলের উত্তাপ বাড়িয়ে দিয়েছ মৌনি ৷’