রবিবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত চতুর্থ বর্ষ লাল মাটির হাটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে লাল মাটির হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল।
এছাড়া ও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ আরো অনেকে। প্রতি রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্কে লালমাটিরহাট চলবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত লাল মাটির হাট চলবে বলে উদ্যোক্তা দের পক্ষ থেকে জানানো হয়।
লাল মাটির হাটে মোট ৬০ টি স্টল রয়েছে। রবিবার চতুর্থ বর্ষ সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত লাল মাটির হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল বলেন এই হাটে মহিলাদের তৈরি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাবে বাজারের থেকে কম দামে।এছাড়াও জঙ্গলমহলের ঐতিহ্য মাংস পিঠে সহ বিভিন্ন সুস্বাদু খাবার লাল মাটির হাটে পাওয়া যাবে। তাই তিনি সবাইকে লাল মাটির হাটে আসার আহ্বান জানান।
এছাড়াও তিনি লাল মাটির হাটে অংশগ্রহণকারী মহিলাদের তিনি বলেন সরকারের উদ্যোগে আয়োজিত সৃষ্টি শ্রী, সবলা মেলায় অংশ গ্রহন করবেন, ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের যাবতীয় সহযোগিতা করা হবে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন শীতকালে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নামে, তাই পর্যটকদের উপহার দেওয়ার জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত এই লাল মাটির হাট এর আয়োজন করা হয়েছে।
তিনি আয়োজক মহিলাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান । সেই সঙ্গে তিনি তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করারও আশ্বাস দেন । ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন ঝাড়গ্রাম এর মহিলারা এতো সুন্দর জিনিস নিজেদের হাতে বানাতে পারে তা এই হাটে না এলে জানতেই পারতাম না। তাই তিনি সবাইকে লাল মাটির হাটে আসার জন্য আহ্বান জানান।