রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির পরে বাংলার আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। আবাস যোজনায় এক উপভোক্তার টাকা যাতে অন্যের অ্যাকাউন্টে না ঢুকে যায় তা রুখতে এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার। যার ভিত্তিতে তার সঠিক পরিচয় বেরিয়ে আসবে।
পরিকল্পনা অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত পর্যায়ে শিবির করে আবেদনকারীদের অ্যাকাউন্ট যাচাই করা হবে। যাঁদের মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত নয়, তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এর পাশাপাশি পাসবুকের জেরক্স এবং ক্যানসেল চেক জমা দিতে হবে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, সমস্ত তথ্য রিজার্ভ ব্যাঙ্কের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে যাচাই করতে হবে।
প্রসঙ্গত, ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরুর করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। পরে ক্যাম্প থেকে সবুজ সঙ্কেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
এই পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। কী কী নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে । এমনকী, ক্যাম্পে উপভোক্তার নাম-পরিচয়-ব্যাঙ্কের তথ্য যাচাই করা হবে আধারের সংযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তার পরেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা।
ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। এবার সেই তালিকা হাতে-কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলের আগে বিশেষ ক্যাম্পও খোলা হয়েছে। সেখানে নিজের নাম, ব্যাঙ্কের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা। এরপর বিশেষ পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তাঁর আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিকের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও এই কাজ করা যাবে।
সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। এরপর সরাসরি পোর্টাল থেকেই এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। তারপর তিনি টাকা পাবেন।