সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
দূর্গাপুজোর মত কালী পুজোতে থাকছে বিশেষ ট্রেন। যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থার কথা জানায় রেল কর্তৃপক্ষ। কলকাতা ছাড়াও বারাসাতে অনেক বড় মাপের কালীপুজো হয়। যাতে রাতে ঠাকুর দেখে ফিরতে পারেন যাত্রীরা সেই কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন।
বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর শিয়ালদহ ডিভিশনে চলবে ৮টি স্পেশ্যাল ট্রেন। ভিড় এড়াতে প্রতিটি স্টেশনে দাঁড়াবে এই বিশেষ ট্রেন। শিয়ালদহ থেকে বারুইপুর রুটে থাকবে কালী পুজোর জন্য বিশেষ ট্রেন।
শুক্রবার অর্থাৎ ১ নভেম্বর রাত সাড়ে ১২টায় একটি বিশেষ ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে এবং তা বারুইপুরে পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। ওই ট্রেনটি আবার রাত ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়া হবে। যা শিয়ালদহ ঢুকবে রাত ২টো ১০ মিনিটে।
শিয়ালদহ থেকে বারাসাত রুটেও থাকবে স্পেশ্যাল ট্রেন। ১ অর্থাৎ শুক্রবার বারাসাতের উদ্দেশ্যে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়া হবে রাত ১২টা ১০ মিনিটে এবং তা রাত ১২টা ৫৫ মিনিটে বারাসাতে পৌঁছাবে। আবার ওই ট্রেনটি শিয়ালদহর উদ্দেশ্যে বারাসাত থেকে ছাড়বে রাত ১টা ১০ মিনিটে তা শিয়ালদহতে পৌঁছবে রাত ১টা ৫৫ নাগাদ।
শুধু শিয়ালদহ থেকে বারুইপুর এবং শিয়ালদহ থেকে বারাসাতের ট্রেনই না এছাড়াও শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশ্যে চলবে ২ টি বিশেষ ট্রেন।৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় এই বিশেষ ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশ্যে। এই ট্রেন ১ তারিখ রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি ঢুকবে। ওই ট্রেনটি আবার রাত ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়া হবে এবং তা শিয়ালদহ পৌঁছাবে রাত ১টা ৫ মিনিটে। আরও একটি বিশেষ ট্রেন চলবে শিয়ালদহ থেকে রানাঘাটের উদ্দেশ্যে।
এই বিশেষ ট্রেন ৩১ অক্টোবর শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে এবং তা রানাঘাটে ঢুকবে ১ তারিখ রাত আড়াইটেয়। বৃহস্পতিবার অর্থাৎ ৩১ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটে একটি বিশেষ ট্রেন রানাঘাট থেকে ছাড়া হবে এবং তা রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে।