ব্রেকিং
Latest Posts
KMDA urban road development : পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যে ৫,৬১৬টি শহুরে রাস্তা নির্মাণ, ব্যয় ৮,৪৮৭ কোটিMamata letter to Gyanesh Kumar: বাংলায় নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত’ এসআইআর নিয়ে ক্ষুব্ধ মমতা, মুখ্য নির্বাচন কমিশনারকে ফের কড়া চিঠিSutanuti Short Film Festival : নন্দন-৩ প্রেক্ষাগৃহে জমজমাট সমাপ্তি সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের, জোড়া সম্মানে উজ্জ্বল ‘সবুজ দ্বীপের পাঠশালা’Abhishek Bankura : ‘আগামী ৩১ মার্চের মধ্যে পাথর খাদানের কাজ শুরু হয়ে যাবে, ২৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’ বাঁকুড়ার শালতোড়া থেকে ঘোষণা অভিষেকেরWB Govt caveat against ED : আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযান, সম্ভাব্য একতরফা শুনানি আটকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের
  • Home /
  • History Revisited /
  • Suvendu attacks Mamata : “পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা” ফের বিষ্ফোরক শুভেন্দু

Suvendu attacks Mamata : “পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা” ফের বিষ্ফোরক শুভেন্দু

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। “বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে।” এভাবেই ফের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী....

Suvendu attacks Mamata : “পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা” ফের বিষ্ফোরক শুভেন্দু

  • Home /
  • History Revisited /
  • Suvendu attacks Mamata : “পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা” ফের বিষ্ফোরক শুভেন্দু

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। “বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

“বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে।” এভাবেই ফের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন শুভেন্দু। খোঁচা দিতেও ছাড়েননি। বলেন, “একাত্তরে যাঁরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাঁদের জন্য ৩০ লক্ষ বাঙালি শদিহ হয়েছে, যাঁদের জন্য কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল, সেই লোকেরা ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র।”

 

আজ রবিবার নিজের নির্বাচনী ক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তাকে সহায়তা করেছে পুলিশ।” পাশাপাশি তিনি অভিযোগ করেন যে শেখ শাহজাহানের মত তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে । আর এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদত আছে ।

 

আজ নন্দীগ্রামের মনোহরপুর ১০৮ নম্বর বুথে গ্রামবাসী ও দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। রাজ্যে ভুয়ো পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়ে এরাজ্যে বসবাস করা একের পর এক বাংলাদেশি জঙ্গি ধরা পড়ায় তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেন। শুভেন্দু অধিকারী বলেন, “গোটা রাজ্য টাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তাকে এই কাজে সাহায্য করছে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ।” এরাজ্যে পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তিনি বলেন, “কলকাতার কসবাতে যে পাসপোর্টের অফিস আছে, সেখানে গেলে দেখতে পাবেন কিভাবে বাংলাদেশী মুসলমানরা, সমস্ত নথি জাল করছে । আর এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত ও পৌরসভা। কারণ তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলে পাসপোর্ট গুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা দিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি।”

শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর কাছে আহ্বান জানান,”আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২০২৬ সালে এই সরকারকে বিসর্জন দিন । ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিডসহ আরো কিছু লাগলে সব কিছু স্প্রে করে আমরা যেমন বিষাক্ত গাছ পার্থেনিয়াম নির্মূল করেছি ঠিক তেমনি জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে সাফ করতে হয় আমরা দেখে নেব। ভূয়ো আধার কার্ড, ভুয়ো এপিক কার্ড, ভূয়ো পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো আমরা। আমরা কমিটেড, যোগী আদিত্যনাথজির মত সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেব।”

শুভেন্দু অধিকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গের নটি জেলায় গরু, নারী, শিশু, মাদক, ফেনসিডিল পাচারের প্যাকেট চালাচ্ছে শেখ শাহজাহানের মত তৃণমূল কংগ্রেসের নেতারা। সমস্ত বর্ডারগুলো এদের কন্ট্রোলে। বর্ডারে হিন্দু নেই। আপনি যদি বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে কোচবিহারের বর্ডার যান দেখবেন সেখান থেকে হিন্দুদের ভাগিয়ে দিয়েছে। এই বাংলায় আট থেকে নয় হাজার গ্রাম আছে যেখানে শাঁখ বাজেনা। মুর্শিদাবাদ, মালদা এবং নদীয়ার একটা প্রান্তে হিন্দুদের জমি জলের দামে বিক্রি করে পালিয়ে আসতে হচ্ছে। এমনভাবে তাদের ওপর অত্যাচার হচ্ছে যে সীমান্তবর্তী গ্রামগুলোতে প্রায় হিন্দুদের ফাঁকা করে দিয়েছে।”

আজকের খবর